অথবা, ভূমিকার প্রকৃতি রূপটি ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : মানুষ সমাজবদ্ধ জীব। সামাজিক জীব হিসেবে সমাজে মানুষকে বিবিধ দায়িত্ব পালন করতে হয়। তবে সব মানুষ একই রূপ দায়িত্ব পালন করে না। কেউ অফিসে, কেউ শিল্পকারখানায়, কেউবা কৃষিক্ষেত্রে দায়িত্ব পালন করে। এভাবে সমাজে বিভিন্ন মানুষ যে ভিন্ন ভিন্ন দায়িত্ব বা কর্তব্য সম্পাদন করে তাই ভূমিকা (Role) হিসেবে অভিহিত।
ভূমিকার প্রকৃতি : সামাজিক গোষ্ঠী বা সমাজের প্রত্যেকটা সদস্যের জন্যই ভূমিকা পালন বাধ্যতামূলক। অর্থাৎ সমাজের সব সদস্যকে অবশ্যই সামাজিক ভূমিকা পালন করতে হয়। একজন ব্যক্তি কিরূপ মাত্রায় ভূমিকা পালন করবে তা নির্ভর করে ঐ ব্যক্তি কিরূপ মর্যাদার অধিকারী তার উপর। অপরদিকে, ব্যক্তির সামাজিক মর্যাদা, অবস্থান ও সামর্থ্য অনুযায়ী ভূমিকা পরিবর্তিত হয় এবং এক ব্যক্তি হতে অন্য ব্যক্তিতে ভিন্নরূপ পরিগ্রহ করে। ভূমিকা মানুষের আচার আচরণ, ব্যবহার, কাজকর্ম তথা অধিকার ও কর্তব্য সম্পাদনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। যেহেতু প্রত্যেকটি মানুষের আচরণ এবং কাজকর্মের ধরন একরকম নয়, তাই তাদের ভূমিকার ধরনও একরকম হবে না। ব্যক্তিভেদে যোগ্যতা ও দক্ষতার বিভিন্নতার কারণে ভূমিকাও স্বতন্ত্র হয়ে থাকে। কিছু কিছু ভূমিকা ব্যাপক জনগোষ্ঠীর মাঝে বণ্টন করা হয়ে থাকে। যেমন- নাগরিকদের ভূমিকা, বয়স্ক ব্যক্তিদের ভূমিকা, শিক্ষকদের ভূমিকা, সংসদ সদস্যদের ভূমিকা, ভোটদাতাদের ভূমিকা ইত্যাদি অসংখ্য ব্যক্তির মাঝে বণ্টিত হয়ে থাকে। আবার কিছু কিছু ভূমিকা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে এক বা একাধিক
ব্যক্তি কর্তৃক পালন করা হয়ে থাকে। যেমন- ভারতে রাজ্য সংখ্যার ভিত্তিতে একই সময়ে কয়েকজন রাজ্যপাল বা শাসক হতে পারে। আবার কতিপয় ভূমিকা আছে যেগুলো স্বতঃস্ফূর্তভাবে পালন করা হয়ে থাকে। এসব ভূমিকা পালন করা না করা পুরোপুরি ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল। যেমন- কেউ শহরবাসী হিসেবে শহরে বাস করার ইচ্ছা করতে পারে; আবার কেউবা ক্রিকেট দলে বোলার হিসেবে খেলতে পছন্দ করতে পারে। কিছু কিছু ভূমিকা আবার পুরোপুরি অনৈচ্ছিক। এসব ভূমিকা পালন ধারাবাহিকভাবে সংঘটিত হয়ে থাকে। যেমন- মহিলাদেরকে তাদের ভূমিকা নিরবচ্ছিন্নভাবে পালন করতে হবে। ঠিক তেমনি পুরুষদের ভূমিকা পুরুষদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এগুলো অপরিবর্তনীয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে ব্যক্তিভেদে সামাজিক অবস্থা বা অবস্থানভেদে দক্ষতা, যোগ্যতা বা মর্যাদাভেদে সময় বা স্থানভেদে ভূমিকার প্রকৃতি বা স্বরূপ বিভিন্ন রকম হয়ে থাকে ।