অথবা, পার্থক্যের ভিত্তিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দলকে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : জন্মের পর থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে অভ্যস্ত। এ কারণে মানুষকে সামাজিক জীব হিসেবে গণ্য করা হয়। মানুষের পক্ষে কখনো একা বসবাস করা সম্ভব নয়। প্রত্যেক মানুষই কোন না কোন দলের সদস্য। কেউবা আবার একাধিক দলের সদস্য হতে পারে। কেউ কেউ দলে সক্রিয় ভূমিকা রাখে, আবার কেউবা দলে খুবই নিষ্ক্রিয় থাকে । এ দলগুলো বৃহৎ কিংবা ক্ষুদ্র হতে পারে।
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দলের মধ্যে পার্থক্য : দলের দুটি প্রধান শ্রেণিবিভাগ হলো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দল । উভয় প্রকার দলের প্রকৃতি ও অর্থ বিশ্লেষণ করলে এদের মধ্যে বেশকিছু পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে এসব পার্থক্যের উপর আলোকপাত করা হলো :
উপসংহার : উপর্যুক্ত আলোচনাতেই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দলের প্রধান প্রধান পার্থক্য লক্ষণীয়। এসব পার্থক্য উভয় প্রকার দলের মধ্যকার অমিলেরই প্রমাণ বহন করে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দলের আলোচ্যবিষয়ের মধ্যে কিছু সাদৃশ্য বা সামঞ্জস্য পরিলক্ষিত হলেও কার্যাবলি/কার্যক্রম কিন্তু এক নয়। তাই তুলনামূলক বিচারে অনানুষ্ঠানিক দলের চেয়ে আনুষ্ঠানিক দল কার্যক্ষেত্রে বেশি সফল।