অথবা, প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী কী?
উত্তর৷ ভূমিকা : মানুষের মধ্যে প্রাচীন কাল থেকে গোষ্ঠী বিদ্যমান রয়েছে, ফলে সামাজিক বিজ্ঞানে গোষ্ঠী শব্দটি অনেকাংশে গুরুত্বপূর্ণ। যেহেতু সমাজবিজ্ঞান বিভিন্ন গোষ্ঠী নিয়ে কাজ করে থাকে সেহেতু প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর প্রযোজনীয়তা রয়েছে।
প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী (Primary group) : প্রাথমিক গোষ্ঠী হলো অল্পসংখ্যক সদস্যের সমন্বয়ে গঠিত একটি অত্যন্ত অন্তরঙ্গ ক্ষুদ্র সংগঠন। প্রাথমিক গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য হলো যে, এই গোষ্ঠীর সদস্যদের পরস্পরের সঙ্গে প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্টভাবে বিদ্যমান থাকে এ কারণে একে মুখোমুখি গোষ্ঠীও বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীর সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :
অধ্যাপক জিসবার্ট এর মতে, “The Primary or face to face group is besed on direct personal contract is which the members deal immediately with one another.”
এ ধরনের গোষ্ঠীর নমুনা হলো পরিবার, খেলার দল ও পাড়ার অন্তরঙ্গ গোষ্ঠী প্রভৃতি। মূলত প্রাথমিক গোষ্ঠী সামাজিকীকরণের ক্ষেত্রে কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে। তাছাড়া এ প্রাথমিক গোষ্ঠীই হলো সামাজিক সংগঠনের মৌল উপাদান।
অধ্যাপক ম্যাকাইভার ও পেজ তাঁদের ‘Society : An Introductory Analysis’ গ্রন্থে প্রাথমিক গোষ্ঠীর আলোচনায় বলেছেন, “The simplest, the first, the most universal of all forms of association is that in which a small number of person meet ‘face to face’ for companionship, mutual aid, the discussion of some questions that concerns them all or the discovery and execution of some common policy.”
তাঁদের আলোচনায় দেখা যায়, এ ধরনের গোষ্ঠী সবচেয়ে সহজ সরল, সর্বজনীন যেখানে অল্পসংখ্যক সদস্য যারা পারস্পরিক সঙ্গ ও সহযোগিতা লাভ করে। C. H. Cooley তাঁর আলোচনাতেও প্রাথমিক গোষ্ঠীকে অন্তরঙ্গ, ঘনিষ্ঠ ও মুখোমুখি গোষ্ঠী হিসেবে দেখিয়েছেন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞানিগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে যার মতো করে প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞা প্রদান করেছেন। পরিবারের মধ্যেই ব্যক্তির সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। ব্যক্তি সামাজিকীকরণের ক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীগুলোর গুরুত্ব সর্বাধিক। তাই সমাজবিজ্ঞানী ইয়ং প্রাথমিক গোষ্ঠীকে ব্যক্তিত্বের সূতিকাগার বলে আখ্যায়িত করেছেন।