কুলির Looking Glass Self তত্ত্ব লিখ?

অথবা, Looking Glass Self তত্ত্ব কী?
উত্তর৷ ভূমিকা :
মানুষ সামাজিক জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে সামাজিক পরিমণ্ডলেই বসবাস করতে হয়। সামাজিকীকরণ হলো অন্যতম সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ সামাজিক বিধিসম্মত আচরণ শিখে এবং এরই দ্বারা সে সমাজের সদস্যরূপে গড়ে উঠে। মানবশিশুর বেঁচে থাকার জন্য শুধু খাদ্য ও বাসস্থানের প্রয়োজন হয় তা নয়, বরং তাদের মানবিক ও মানসিকভাবে বৃদ্ধির জন্য উদ্দীপকের প্রয়োজন হয়। প্রত্যেক সমাজে মানবশিশুকে শিক্ষা দেয়ার জন্য কতকগুলো উপায় আছে, যার মাধ্যমে শিশু নিজের ব্যক্তিত্বকে গঠন করতে পারে। শিশুর ব্যক্তিত্ব গঠনে এ সামাজিক প্রশিক্ষণকে বলা হয় সামাজিকীকরণ বা Socialization।
কুলির Looking Glass Self তত্ত্ব : Charles Horton Cooley (1864-1929) ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানী। তিনি তাঁর ‘Social Organization’ গ্রন্থে সর্বপ্রথম সামাজিকীকরণের তত্ত্ব প্রদান করেন। মানবশিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে Cooley এর তত্ত্ব প্রধান। আলোচ্যবিষয় হলো Looking Glass Self অর্থাৎ নিজেকে আয়নায় দেখা। Looking glass হলো সমাজ আর Self হলো ব্যক্তি নিজেই। Cooley এর Looking Glass Self’ তত্ত্ব আলোচনা করলে আমরা তাঁর ‘The mind is social’ প্রস্তাবনার সত্যতা খুঁজে পাই। কারণ দেখা যাচ্ছে যে, সমাজের কাঙ্ক্ষিত আচরণ দ্বারাই আমরা আমাদের জীবনাচরণ গড়ে তুলছি। ফলে আমাদের মনে ও ব্যবহারে সামাজিকীকরণেরই প্রতিফলন ঘটছে। সুতরাং সামাজিক অস্তিত্ব ছাড়া ‘আমি’র অস্তিত্ব অকল্পনীয়। Cooley বলেছেন, “আত্মধারণা আমাদের মাঝে তখনই গঠিত হয়, যখন আমরা চিন্তা করি অন্যদের আমাদের
সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি আছে তা নিয়ে।” তিনি এটাকে Looking Glass Self বলে আখ্যা দেন। Cooley এর মতে, ‘Looking Glass Self গঠনের তিনটি উপায় আছে। যথা :
ক. আমরা কল্পনা করি কিরূপে অন্যেরা আমাদের দেখে।
খ.আমরা কল্পনা করি কিরূপে অন্যেরা আমাদের উপস্থিতি বিচার করে।
গ. আমরা কিরূপে অন্যের এ বিবেচনায় সাড়া দেই ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, ব্যক্তি সামাজিকীকরণকে ব্যাখ্যা করতে ফ্রয়েড যে উল্লেখযোগ্য তত্ত্ব নিয়ে আলোচনা করেন এর মধ্যে কুলির তত্ত্ব অন্যতম। এ তত্ত্বে দেখা যাচ্ছে যে, সমাজে কাঙ্ক্ষিত আচরণ দ্বারাই আমরা আমাদের জীবনাচরণ গড়ে তুলতে পারি। ফলে আমাদের মনে ব্যবহারের সামাজিকীকরণের প্রতিফলন ঘটে।