ক্ষমতা কাকে বলে?

অথবা, ক্ষমতা কী?
অথবা, ক্ষমতা বলতে কী বুঝ?
অথবা, ক্ষমতার সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা :
রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র, আমলাতন্ত্র, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠী প্রভৃতিকে বুঝায়। সমাজতত্ত্বে এসব রাজনৈতিক প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলি পর্যালোচনা করা হয়। সমাজতত্ত্বের এ ধরনের আলোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমতা সংক্রান্ত আলোচনা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ প্রতিপন্ন হয় ।
ক্ষমতা (Power) : ক্ষমতা বলতে মানুষের আচারব্যবহারকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যকে বুঝায় । অর্থাৎ ক্ষমতা হলো এক ধরনের শক্তি, সামর্থ্য বা দক্ষতাপ্রসূত এক রকম প্রভাব। অন্যভাবে বলা যায়, সামাজিক জীবনে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী অন্যসব ব্যক্তি বা গোষ্ঠীসমূহের উপর প্রভাব বা আধিপত্য বিস্তার করাকেই ক্ষমতা বলে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী তাত্ত্বিক গবেষক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতাকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের কয়েকজনের সংজ্ঞা দেয়া হলো : সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Max Weber) এর মতে, “ক্ষমতা হলো অপরের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য তাতে তাদের সম্মতি নাও থাকতে পারে।” ডেভিড পোপিনো (Devid Popeno) এর মতে, “ক্ষমতা হচ্ছে কোন লোক বা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার যোগ্যতা, তাতে ঐ লোক বা গোষ্ঠীর সহযোগিতা করতেও পারে নাও করতে পারে। কিংসলে ডেভিস (Kingsloy Davis) এর মতে, “ক্ষমতা হচ্ছে কোন লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের নিমিত্তে অপরের আচরণকে নিয়ন্ত্রণ করা।” স্মেলসার (Smelser) এর মতে, “ক্ষমতা হলো এমন সামর্থ্য যা কারো ইচ্ছা অন্যান্যদের উপর চাপিয়ে দেয়া যায় এবং সম্পদকে কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লাগানো যায়।” আরনল্ড গ্রিন (Arnold Green) বলেন, ক্ষমতা হচ্ছে নিতান্তই অন্যকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য যাতে তারা যা চায় তা সম্পাদন করতে পারে।
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, ক্ষমতা হলো এক ধরনের সামর্থ্য (Ability)। ক্ষমতার প্রকৃতি ও পরিধি যদি ব্যাপক হয় তবে অনুমোদনের বিষয়টিও ব্যাপক হয়ে থাকে ।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ac/