sumner অবশ্য পালনীয় রীতি বলতে কি বুঝিয়েছেন?

অথবা, অবশ্য পালনীয় রীতি কী?
অথবা, লোকরীতি কাকে বলে?
অথবা, Mores বলতে কী বুঝ?
অথবা, বাধ্যতামূলক লোকাচার কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
সমাজবিজ্ঞানী Sumber কোন সমাজের সংস্কৃতিকে বিন্যাস করতে গিয়ে Normative valueকে তাঁর ‘Folkways’ গ্রন্থে দুভাগে বিভক্ত করেছেন। একটি হলো সাধারণ পালনীয় রীতি এবং অন্যটি হলো অবশ্য পালনীয় রীতি বা Mores or lawsi
অবশ্য পালনীয় রীতি : সমাজবিজ্ঞানী Sumner অবশ্য পালনীয় রীতি বা Mores সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, “The mores are the popular habits and traditions when they include a judgement that they are conductive to social welfare and when they exert a co-excion () on the individual to conform to them although they are not co-ordinated by any authority.” সমাজবিজ্ঞানী Sumner বলেছেন, কোন Folkways মেনে চললে কাউকে সামাজিক শাস্তি ভোগ করতে হয় না, কিন্তু Mores বা অবশ্য পালনীয় রীতি অমান্য করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এটা সমাজের সংস্কৃতির অনুশাসনের একটা দিক। পাশ্চাত্যের সমাজে বিবাহ, গণতন্ত্র, যৌথ দরকষাকষি অবশ্য পালনীয় রীতির অন্তর্ভুক্ত। এরূপ অবশ্য পালনীয় রীতি যখন ধর্মের স্বীকৃতি লাভ করে তখন এর কার্যকরী শক্তি আরও বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, মুসলিম সমাজে মদ, জুয়া, শূকরের গোশত, সুদ ইত্যাদি ধর্মীয় নিষেধের কারণে এগুলো অবশ্য পালনীয় বিষয় বা Mores রীতিতে রূপান্তরিত হয়েছে। যেমন- পরিমিত মদ খাওয়া একটি সাধারণ লোকরীতি (Folkways) আর মাত্রাতিরিক্ত মদ নাnখাওয়াই (Mores) বলে গণ্য ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, সংস্কৃতি হলো মানুষের তৈরি বস্তু ও একটি উপায় যার কোনটি অবশ্য মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে। বস্তুত কোন কাজ করা উচিত ও অনুচিত এবং কোনটা ভালো, মন্দ, পালনীয় (Mores) এগুলো প্রকাশের মধ্য দিয়ে কোন সমাজের সংস্কৃতি স্পষ্টভাবে মানুষের চোখের সামনে ভেসে উঠে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ac/