অথবা, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি কী?
অথবা, সরাসরি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে?
উত্তর৷৷ ভূমিকা : পর্যবেক্ষণ কাজে গবেষকের অংশগ্রহণ বিভিন্নভাবে হয়ে থাকে। পর্যবেক্ষণীয় ঘটনা মধ্যস্থ একজন সদস্য হতে শুরু করে ঘটনা সম্পর্কে বহিস্থ তথ্য সংগ্রহকারী পর্যন্ত গবেষকের অংশগ্রহণের মাত্রা বিস্তৃত হতে পারে। এ পদ্ধতিতে পর্যবেক্ষক নিজেই হচ্ছেন এর মূল অনুসন্ধানের হাতিয়ার। বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণায় প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি : যে পদ্ধতির মাধ্যমে গবেষক মাঠকর্মে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সামাজিক গবেষণার উদ্দেশ্যে তথ্যসংগ্রহ করে থাকে, তাকে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো : এইচ. এস. বেকার (H. S. Becker) বলেছেন, “অংশগ্রহণমূলক পর্যবেক্ষক পর্যবেক্ষণীয় দল বা সংস্থার দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত হয়ে প্রয়োজনীয় তথ্যসংগ্রহ করে থাকেন। অনুসন্ধানাধীন জনগণ কি ধরনের অবস্থার সম্মুখীন হয় ৷ এবং সেক্ষেত্রে তারা কি আচরণ করে তা তিনি লক্ষ্য করেন। তিনি কতিপয় অথবা সকল সদস্যের আলোচনায় অংশগ্রহণ
এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে তাদের ব্যাখ্যা পর্যবেক্ষণ করেন।” জি. জে ম্যাককল ও জে. এল সিমন্স (G. J. McCall and J. L. Simmons) বলেছেন, “অংশগ্রহণমূলক
পর্যবেক্ষণ একটিমাত্র পদ্ধতি নয়, বরং এটি একাধিক পদ্ধতি ও কৌশলের একটি সংমিশ্রণ।” এখানে সাধারণত সরাসরি
পর্যবেক্ষণ, উত্তরদাতার সাক্ষাৎকার গ্রহণ, সংবাদদাতার সাক্ষাৎকার গ্রহণ, ঐতিহাসিক নথিপত্র অনুসন্ধান এবং বাস্তব অংশগ্রহণ কৌশলের উপস্থিতি বিদ্যমান।
টি. এস. উইলকিনসন ও পি. এল. বন্দরকার ( T. A. Wilkinson and P.L. Bhandarkar) এর মতে, “অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হলো পর্যবেক্ষককে সদস্যে পরিণত করে পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণাধীন বিষয় উভয়কে একত্রে
রাখার একটি প্রচেষ্টা, যেখানে পর্যবেক্ষণ সম্পর্কের কাঠামোগত পর্যবেক্ষণাধীন অনুভূতি ও কাজ সম্পর্কে গবেষক বাস্তব
অভিজ্ঞতা লাভ করতে পারেন।” লিওনার্ড বিকম্যান (Leonard Bickman) বলেন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে সামাজিক গবেষণার একটি আংশিক কাঠামোবদ্ধ পদ্ধতি। কেননা এ পদ্ধতিতে গবেষক তথ্যসংগ্রহের ধরনের উপর তেমন কোন বিধিনিষেধ মেনে চলে না এবং অংশগ্রহণের আগে পর্যবেক্ষণীয় ঘটনাকে তেমনভাবে সংজ্ঞায়িত করে নেন না।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হচ্ছে গবেষক কর্তৃক সরাসরি তথ্যসংগ্রহ করে পর্যবেক্ষণ করা। এ পদ্ধতিতে অধিকতর নির্ভুল তথ্য পাওয়া সম্ভব হয়।