অথবা, বৈজ্ঞানিক পদ্ধতির নৈতিক বিধান উল্লেখ কর।
অথবা, বৈজ্ঞানিক পদ্ধতির নিবিমানগুলো ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : বৈজ্ঞানিক পদ্ধতি সামাজিক গবেষণার অন্যতম প্রধান পদ্ধতি। এ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞানী প্রাকৃতিক ও সামাজিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন এবং পরীক্ষিত জ্ঞান দ্বারা মানবকল্যাণে নিরলস প্রয়াস চালিয়ে যান।
বৈজ্ঞানিক পদ্ধতির নীতিমালা : বৈজ্ঞানিক পদ্ধতির নীতিগুলো নিরূপ :
১. কার্যোপযোগী সংজ্ঞা প্রদান : বিশ্লেষণাধীন বিষয় বা অবস্থাকে এমন কার্যকরীভাবে সংজ্ঞায়ন করা হয়, যাতে করে তা পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য হয়ে উঠে।
২. নিশ্চিতকরণ : পরীক্ষিত সিদ্ধান্তটি প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করে এর সঠিকতা সম্পর্কে বিজ্ঞানী নিশ্চিত হতে চান। এক্ষেত্রে তিনি বিষয় সংশ্লিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ অবস্থার মধ্যকার কার্যকারণ সম্পর্ক যাচাইয়ের প্রয়াস পান।
৩. সার্বিকীকরণ : এক্ষেত্রে বিষয় বা অবস্থার নির্দিষ্ট কোন অংশের পরিবর্তে সার্বিক দিকটিকেই বিমূর্তভাবে তুলে ধরা হয় । অর্থাৎ বিশেষে সীমাবদ্ধ না রেখে, বরং সাধারণের সত্যতা উপস্থাপন করা হয়।
৪. সংগতি বিধান : গৃহীত সিদ্ধান্ত সর্বক্ষেত্রে যাতে করে সংগতিপূর্ণ হয় সেদিকে বিজ্ঞানী সচেষ্ট থাকেন। অর্থাৎ প্রাপ্ত সত্যের ব্যাখ্যা অভ্যন্তরীণভাবে সামঞ্জস্যপূর্ণ এবং এর মাঝে যে কোন প্রকার ছন্দপতন নেই বিজ্ঞানী তা নিশ্চিত করেন।
৫. পর্যবেক্ষণের পুনরাবৃত্তি : পরীক্ষণাধীন বিষয় সম্পর্কে প্রাপ্ত সিদ্ধান্তের নির্ভরযোগ্যতা ও যথার্থতা যাচাইয়ের জন্য একই ধরনের পরীক্ষার কাজ স্থান-কাল-পাত্রভেদে বার বার পরিচালনা করা হয়। আর বিভিন্ন নমুনায় প্রাপ্ত একই ধরনের ফলাফল প্রাথমিক ফলাফলের সত্যতা নিশ্চিত করতে সাহায্য করে।
৬. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ : বিশ্লেষণাধীন বিষয় বা অবস্থার বিভিন্ন পরিবর্তন পর্যবেক্ষণের লক্ষ্যে বিষয়টিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রয়োগ করা হয়। আবার এক্ষেত্রে সম্ভাব্য প্রভাব বিস্তারকারী অবস্থাগুলোকে নিয়ন্ত্রণ
করে নিষ্ক্রিয় রাখা হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংঘবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছুসংখ্যক নীতির সমষ্টি। নীতিগুলো বৈজ্ঞানিক পদ্ধতিকে তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম করে তোলে। স্থান-কাল-পাত্রভেদে প্রায় সকল বিজ্ঞানী উপরে উল্লিখিত এসব সাধারণ নীতি অনুসরণ করে চলে।