অথবা, সামাজিক গবেষণার লক্ষ্য বর্ণনা কর।
অথবা, সামাজিক গবেষণার লক্ষ্যগুলো আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলো ব্যাখ্যা কর।
অথবা, সামাজিক গবেষণার টার্গেটসমূহ আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : মানবসমাজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। তাই ধাবমান বিশ্বের আরো অগ্রগতির জন্য দরকার বস্তুনিষ্ঠ জ্ঞান, যা দিতে পারে সামাজিক গবেষণার মতো একটা বিষয়। বর্তমান কালের কিছু বাস্তবতা আমাদের সামাজিক গবেষণার কথা মনে করিয়ে দেয়। উন্নয়নশীল দেশ বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন বা অগ্রগতির জন্য
সামাজিক গবেষণার প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।
সামাজিক গবেষণার উদ্দেশ্যসমূহ : নিম্নে সামাজিক গবেষণার উদ্দেশ্যসমূহ আলোচিত হলো :
১. সত্য আবিষ্কার : সামাজিক গবেষণা অতীত ও বর্তমান সমাজব্যবস্থাকে পর্যালোচনা করে ভবিষ্যৎ সমাজব্যবস্থা কি রকম হবে সে সম্পর্কে একটি পূর্বধারণা প্রদান করে থাকে। সামাজিক গবেষণা সত্য আবিষ্কার করার কাজে নিযুক্ত বলে সত্য ঘটনা আবিষ্কার করে ভ্রান্ত বা ভুল তত্ত্ব পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ করে।
২. অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন : সামাজিক গবেষণার আর একটি প্রধান উদ্দেশ্য হলো অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন করা। সমাজবিজ্ঞানীরা গবেষণার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করেন তা সব ধরনের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত নয়। প্রত্যেক পদ্ধতিরই সুবিধা এবং অসুবিধা আছে বলে সমাজবিজ্ঞানিগণ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে গবেষণার উপযুক্ত ও ত্রুটিমুক্ত পদ্ধতি নির্ণয়ের জন্য গবেষণা কার্যসম্পাদন করে থাকেন।
৩. কার্যকারণ সম্পর্ক উদ্ঘাটন : সামাজিক গবেষণার উদ্দেশ্য হলো অনেকগুলো ঘটনার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি এবং তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক উদ্ঘাটন করা। সমাজ গবেষকরা কোন ধরনের সামাজিক অবস্থা, কোন ধরনের সামাজিক আচরণ তৈরি করে তা উদঘাটন করেন এবং সাথে সাথে এসব জ্ঞান ভবিষ্যতে সমাজে কোন ধরনের পরিবর্তন সৃষ্টি করতে পারে তা নিয়ে আলোচনা করেন বা ভবিষ্যদ্বাণী প্রদান করেন।
৪. সামাজিক সমস্যার নিষ্পত্তি : বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জনসংখ্যা সমস্যা, খাদ্যঘাটতি, দুর্নীতি, বেকারত্ব, সন্ত্রাস, নারী নির্যাতন ইত্যাদি সমস্যার নিষ্পত্তি সামাজিক গবেষণার মাধ্যমে সম্ভব।
৫. সম্প্রীতি ও সম্ভাব সৃষ্টি : পৃথিবীতে শান্তির পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব সৃষ্টি করা সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, সামাজিক গবেষণা হচ্ছে সামাজিক ঘটনাবলির আচরণ বা সমস্যা সম্বন্ধে প্রণালীবদ্ধ ও যুক্তিনিষ্ঠ জ্ঞানের পরিবর্ধন। সামাজিক গবেষণার প্রকৃতি যেখানেই থাক না কেন, উদ্দেশ্যের ক্ষেত্ৰ দিনদিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব উদ্দেশ্য অনুযায়ী কাজ করে গেলে আমরা উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হব।