পরীক্ষণ কী?

অথবা, পরীক্ষণ কাকে বলে?
অথবা, পরীক্ষণ বলতে কী বুঝ?
অথবা, এক্সপেরিমেন্ট কী?
উত্তর৷ ভূমিকা :
পরীক্ষণ পদ্ধতি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বিজ্ঞানে ব্যবহৃত হয়ে আসছে। এ পদ্ধতিতে অনুসন্ধান কাজের একটা নির্দিষ্ট কাঠামো ও স্তর থাকে এর মাধ্যমে একটি চলকের বিভিন্ন মাত্রার প্রভাব অন্য চলকের ক্ষেত্রে পর্যবেক্ষণ করা সম্ভব হয়ে উঠে। বর্তমানে সামাজিক গবেষণার ক্ষেত্রেও এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক বিজ্ঞানিগণ সাধারণত কোন নতুন তত্ত্ব গঠন অথবা প্রচলিত তত্ত্বের যথার্থতা যাচাই করার জন্য পরীক্ষণের সাহায্য গ্রহণ করে থাকেন । S. Chapin ১৯৪৭ সালে বলেন, সহজভাবে পরীক্ষণ হলো নিয়ন্ত্রিত পরিবেশে কোনকিছু পর্যবেক্ষণ করা।
পরীক্ষণ : পরীক্ষণ পদ্ধতি হলো কোন প্রশ্নের সুশৃঙ্খল ও যুক্তিপূর্ণ উত্তরদাতা। এ পদ্ধতি উত্তরদাতা যা যত্ন ও সুনিয়ন্ত্রিত অবস্থায় কোন কাজের উত্তর প্রদান করে। এ পদ্ধতিতে গবেষক তার ইচ্ছামতো একটি চলকের উপর অন্য চলকের কিরূপ সম্পর্ক এবং প্রভাব তা পর্যবেক্ষণ করে দেখেন। এর গবেষক একটি নির্দিষ্ট ফলাফল প্রদান করেন। এছাড়া
গবেষক তার ইচ্ছামতো প্রয়োজনীয় চলক গ্রহণ করে অন্য চলকটি দিয়ে গবেষণা কাজ পরিচালনা করতে পারেন।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজ গবেষক বিভিন্নভাবে পরীক্ষণের সংজ্ঞা প্রদান করেন। নিম্নে তাঁদের কিছু সংজ্ঞা তুলে ধরা হলো :
এস. চ্যাপিন (S. Chapin) বলেছেন, “সহজভাবে পরীক্ষণ হলো নিয়ন্ত্রিত পরিবেশে কোনকিছু পর্যবেক্ষণ।” ফেস্টিঞ্জার (Festinger) বলেছেন, “পরীক্ষণের সারবস্তুকে এভাবে বর্ণনা দেয়া যায় যে, এটি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের উপর উদ্ভূত প্রতিক্রিয়ার পর্যবেক্ষণ।”
জাহোডা ও অন্যান্যরা (Zahoda and Others) বলেছেন, “পরীক্ষণ হলো প্রমাণাদি সংগ্রহের একটি সুসংঘবদ্ধ উপায় যার মাধ্যমে কোন অনুকল্প যাচাই করা।”
কে. ডি. বেইলি (K. D. Baily) বলেন, “পরীক্ষণ হলো এক বা একাধিক নির্ভরশীল চলক এবং এক বা একাধিক অনির্ভরশীল চলকের মধ্যে বিদ্যমান কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণের একটি নিয়ন্ত্রিত পদ্ধতি।”
বোস্ট (Bost) এর মতানুসারে, “পরীক্ষণ বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহৃত একটি বিশুদ্ধ পদ্ধতি যার দ্বারা উপাদানগুলোকে ইচ্ছামতো পরিবর্তন করা যায় এবং পর্যবেক্ষণকৃত ফলাফলকে নিয়ন্ত্রণ করা যায়।” স্টাউট (Stout) এর মতে, “পরীক্ষণ হলো সেই অবস্থার পর্যবেক্ষণ যে অবস্থা আমরা পূর্ব থেকেই তৈরি করে রেখেছি।” (To experiment is to observe under condition which we have ourselves pre-arranged.)
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, পরীক্ষণ হলো নিয়ন্ত্রিত পরিবেশে কোন সন্দেহের সত্যাসত্য যাচাই করা। একটি সুনিয়ন্ত্রিত ব্যবস্থাধীনে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে পরীক্ষণ নামে আখ্যায়িত করা যায়।