অথবা, সমাজকর্ম গবেষণার বৈশিষ্ট্য লিখ।
অথবা, সমাজকর্ম গবেষণার স্বরূপসমূহ লিখ।
উত্তর৷ ভূমিকা : সাম্প্রতিক সময়ে সামাজিক বিজ্ঞানসমূহের এক পেশাগত ব্যবহারিক গবেষণা হিসেে এবং সেগুলোর সমাধান প্রক্রিয়া উদ্ভাবন, বাস্তবায়ন ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজ গবেষণার সমাজকর্ম গবেষণা আবির্ভূত হয়। সমাজকর্ম গবেষণা সমাজে বিদ্যমান নানাবিধ সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, বিশ্লেষ ক্ষেত্রে সমাজকর্ম গবেষণা যথেষ্ট অবদান রাখে বিধায় একে সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।
সমাজকর্ন গবেষণার প্রকৃতি/ বৈশিষ্ট্য/স্বরূপ :
কোন বিশেষ বিষয়ে সুশৃঙ্খল, ধারাবাহিক ও পরীক্ষামূলক অনুসন্ধান প্রক্রিয়াই হলো গবেষণা । সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, প্রত্যয় তত্ত্বের যাচাই এবং বিজ্ঞানভিত্তিক পরীক্ষায় সতর্ক অনুসন্ধানকে সমাজকর্ম গবেষণা বলা হয় । নিম্নে এর বৈশিষ্ট্য/ প্রকৃতি/ স্বরূপ তুলে ধরা হলো :
১. সুনির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে সমাজকর্ম গবেষণা পরিচালিত হয়।
২. সাধারণত সুনির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করেই সমাজকর্ম গবেষণা কার্য পরিচালিত হয়।
৩. সমাজকর্ম গবেষণা নিরপেক্ষভাবে পরিচালিত হয় ।
৪.সমাজকর্ম গবেষণা নতুন প্রমাণাদির সাহায্যে পুরাতন ধারণাকে পুনঃপ্রতিষ্ঠিত করে।
৫. সমাজকর্ম গবেষণা প্রচলিত জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংযোজন ঘটায় ।
৬. সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মীর জ্ঞান ও বুদ্ধির সচেতন প্রয়োগ ও প্রকাশ।
৭. সমাজকর্ম গবেষণা মূলত ফলিত ও কার্যক্রম গবেষণার মধ্য দিয়েই অগ্রসর হয়।
৮. বিশেষ এবং নতুন পদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে সমাজকর্ম গবেষণা অনেক ক্ষেত্রে মৌলিক গবেষণার ধারাও অনুসরণ করে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, প্রকৃতপক্ষে বিভিন্ন বাস্তব সামাজিক সমস্যার সমাধানের প্রক্রিয়া উদ্ভাবন, সমাজকর্মের জ্ঞান ও ধারণার বিকাশ সাধন এবং তা সাধারণীকরণের উদ্দেশ্যে পরিচালিত সুশৃঙ্খল অনুসন্ধানই হলো সমাজকর্ম গবেষণা।