কৌশল কী?

অথবা, কৌশল বলতে কী বুঝ?
অথবা, কৌশলের সংজ্ঞা দাও।
অথবা, কৌশল কাকে বলে।
অথবা, স্ট্রাটেজি বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
সমাজ সদা পরিবর্তনশীল। এ পরিবর্তনশীল সমাজ ক্রমশ সহজসরল অবস্থা থেকে জটিলতর অবস্থার দিকে ধাবিত হচ্ছে। সমাজ যতই জটিল হচ্ছে, নানামুখী সমস্যা ততোই বৃদ্ধি পাচ্ছে। আর এ সমস্যাসংকুল অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন কৌশল বা পদ্ধতি।
কৌশল : যে পদ্ধতির সাহায্যে সমাজবিজ্ঞানী বা তথ্য সংগ্রহের মাধ্যমে সমাজ বিষয়ক নানাবিধ সমস্যার সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে তাকে বলা হয় কৌশল। প্রকৃতপক্ষে, পদ্ধতি বা এর বিশেষ প্রক্রিয়ার কার্যসম্পাদনের সংযুক্তি সহায়ককে কৌশল বলে। অর্থাৎ পদ্ধতিতে ফলপ্রসূ করার জন্য যে হাতিয়ার প্রয়োগ করা হয় তাকে কৌশল বলে। এক্ষেত্রে বলা যায় পদ্ধতির একটি বিশেষ ব্যবহার হচ্ছে কৌশল। বস্তুত কৌশল পদ্ধতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কৌশল প্রয়োগ পদ্ধতিভিত্তিক হওয়ায় অনেকে পদ্ধতি ও কৌশলকে সমার্থক হিসেবে ব্যবহার করেন।
“A method of doing or
Oxford Advanced Learners Dictionary
performance in the arts or sciences.”
বস্তুত কৌশল পদ্ধতির সাথে ওতপ্রোতভাবে জড়িত কৌশল প্রয়োগ হয় পদ্ধতিভিত্তিকভাবে। প্রকৃতপক্ষে, পদ্ধতি ও কৌশল একই অর্থবোধক । পদ্ধতিকে প্রয়োগ করার জন্য যে নীতিমালা ও সহায়ক উপযোগিতার আশ্রয় গ্রহণ করতে হয় তাই কৌশল।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, কৌশল হলো ঐ পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায়ে সামনে যেতে হয় সেটি। কৌশল হলো পদ্ধতির অংশবিশেষ ।