অথবা, সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কী কী?
অথবা, সমাজবিজ্ঞানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?
অথবা, কী কী বিষয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে?
উত্তর৷ ভূমিকা : সংঘবদ্ধ মানুষের জীবনযাত্রা, প্রণালী, গতিপ্রকৃতি, মানব আচরণ, সামাজিক সম্পর্ক, নানাবিধ সংঘ, অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ, পরিবর্তন, ব্যাপ্তি ও সমাজব্যবস্থা প্রভৃতি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। বস্তুত গোটা সমাজের নিখুঁত বিশেষণই সমাজবিজ্ঞানের উদ্দেশ্য এবং এ অর্থে বলা যায় যে, গোটা সমাজই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু।
সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু : সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু নিম্নে উলেখ করা হলো :
প্রথমত, সমাজবিজ্ঞানের প্রধানতম আলোচ্যবিষয় হলো সমাজতাত্ত্বিক বিশেষণ। (The major concern of sociology is sociological analysis).
দ্বিতীয়ত, সমাজবিজ্ঞান সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্ক, ব্যক্তির ব্যক্তিত্ব, দল ও বিভিন্ন প্রকার গোষ্ঠী, সমষ্টি (শহুরে, গ্রামীণ ও উপজাতীয়) সমিতি, সংগঠন ও জনসংখ্যা বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
তৃতীয়ত, সমাজবিজ্ঞান মৌলিক সামাজিক প্রতিষ্ঠানসমূহের কাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করে।
process).
চতুর্থত, সমাজবিজ্ঞান সামাজিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। (Sociology discuss with social
পঞ্চমত, সমাজবিজ্ঞান গবেষণা পদ্ধতির যাবতীয় বিষয়াবলি নিয়ে আলোচনা করে।
যষ্ঠত, সমাজবিজ্ঞান সামাজিক স্তরবিন্যাস, সামাজিক বৈষম্য, পৃথকীকরণ, বিচ্যুতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে।
সপ্তমত, সমাজের স্থিতিশীলতা ও গতিশীলতা নিয়ে আলোচনা সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, ব্যক্তি বা সমাজজীবনের এমন কোন দিক নেই, যা সমাজতাত্ত্বিক বিশেষণের আওতায় আনা হয় নি। এভাবে ব্যক্তির অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, ধর্মীয় তথা গোটা মানবীয় আচরণ সম্পর্কে আলোচনা করাই সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত।