অথবা, পুঁজিবাদের উদ্ভবে জার্মান সমাজতাত্ত্বিক ওয়েবারের তাত্ত্বিক মতবাদ আলোচনা কর।
অথবা, পুঁজিবাদের উত্থানে ভূমিকা পালনকারী অনুঘটকগুলো সম্পর্কে ওয়েবারের ব্যাখ্যা আলোচনা কর।
উত্তরা৷ ভূমিকা : সমাজতাত্ত্বিক আলোচনার এক অবিসংবাদিত কিংবদন্তী হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। শুধু সমাজবিজ্ঞানী হিসেবেই নয়, বিচিত্র বিষয়ে তাঁর জ্ঞানের পরিধি ব্যাপৃত ছিল। আর এ সমস্ত বিষয়ই তাঁর গভীর জ্ঞান এবং প্রজ্ঞা মানুষ এবং মানবসমাজ সম্পর্কে তাঁর গভীর অন্তর্দৃষ্টির সৃষ্টি করেছে।
পুঁজিবাদ উন্মেষে ওয়েবীয় ব্যাখ্যা : ইউরোপে পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার একটি সমাজ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দান করেছেন। The Protestant Ethic and the Spirit of
Capitalism’ গ্রন্থে ওয়েবার দেখিয়েছেন যে সমগ্র পশ্চিমা সমাজে প্রটেস্টান ধর্মীয় বিশ্বাসের প্রসারের মধ্যেই পুঁজিবাদী উৎপত্তির মূল নিহিত ছিল। ওয়েবারের কাছে পুঁজিবাদ ছিল এক ধরনের অর্থনৈতিক উদ্যোগ যার লক্ষ্য হলো শ্রম ও উৎপাদনের কাছে যৌক্তিক সংগঠনের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। যে ব্যক্তির চরিত্রের মধ্যে পুঁজিবাদের উন্মেষের বীজ নিহিত ছিল, প্রটেস্টান ধর্মবিশ্বাস কিভাবে সে ব্যক্তির চরিত্রকে প্রভাবিত করেছিল তাই ছিল তাঁর গবেষণার মূল বিষয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, ম্যাক্স ওয়েবারের অনেক গুরুত্বপূর্ণ আলোচনার একটি ছিল পুঁজিবাদের উন্মেষ সম্পর্কিত। আর সে আলোচনায় তিনি যথাযথভাবে সমাজ-মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দানের মাধ্যমে তা তুলে ধরতে সক্ষম হয়েছেন।