ম্যাক্স ওয়েবারের রচনাবলি উলেখ কর।

অথবা, ম্যাক্স ওয়েবারের লেখনিগুলো কী কী?
অথবা, ম্যাক্স ওয়েবারের লেখা বইগুলো কী কী?
অথবা, ওয়েবারের রচিত গ্রন্থগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা :
সমাজতাত্ত্বিক আলোচনার এক অবিসংবাদিত কিংবদন্তী হলো জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তিনি বিজ্ঞ সমাজের বিশেষ সভ্য এবং সামাজিক দার্শনিক ছিলেন। তাঁর গভীর জ্ঞান এবং প্রজ্ঞা মানুষ ও মানবসমাজ সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টির সৃষ্টি করেছে।
ম্যাক্স ওয়েবারের জীবনী : জার্মানির বার্লিন শহরে ১৮৬৪ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ওয়েবারের বাবা ছিলেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিসম্পন্ন এবং অত্যন্ত উদ্যোগী ও সক্রিয় প্রকৃতির মানুষ। অপরদিকে, তাঁর মা ছিলেন একনিষ্ঠ ক্যালভিনপন্থি এবং অত্যন্ত ধর্মীয় ভাবসম্পন্ন আধ্যাত্মিক প্রকৃতির। ম্যাক্স ওয়েবার ১৯২০ সালের ১৪ জুন মৃত্যুবরণ করেন।
ম্যাক্স ওয়েবারের রচনাবলি : ম্যাক্স ওয়েবার তাঁর জীবনের সংক্ষিপ্ত পরিসরে সমাজবিজ্ঞান বিকাশে অসংখ্যগবেষণাধর্মী গ্রন্থ রচনা করেন। তাঁর মূল গ্রন্থগুলো জার্মান ভাষায় রচিত। এগুলো পরবর্তীতে ইংরেজি ভাষায় অনূদিত হয়। তাঁর রচিত কতিপয় উলেখযোগ্য গ্রন্থগুলো নিম্নরূপ :

  1. The Protestant Ethic & The Spirit of Capitalism.
    2.The Religion of India.
    3.The Religion of China.
    4..The City..
    5.The Sociology of Religion.
    6.Politics as a vocation
  2. General Economic History.
  3. Economy and Society.
    উলেখ্য যে এগুলোর মধ্যে ‘Economy and Society’ বইটি তার জীবনের শেষ ক্রান্তিকালীন সময়ের লেখা, যা অসমাপ্ত অবস্থায় তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
    উপসংহার : ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের বিকাশে বিভিন্ন তত্ত্ব দিয়ে সেটিকে বিকশিত করতে সাহায্য করেন। তাঁর রচিত বইগুলো তারই প্রমাণ রাখে।