অথবা, ম্যাক্স ওয়েবারের লেখনিগুলো কী কী?
অথবা, ম্যাক্স ওয়েবারের লেখা বইগুলো কী কী?
অথবা, ওয়েবারের রচিত গ্রন্থগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা : সমাজতাত্ত্বিক আলোচনার এক অবিসংবাদিত কিংবদন্তী হলো জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তিনি বিজ্ঞ সমাজের বিশেষ সভ্য এবং সামাজিক দার্শনিক ছিলেন। তাঁর গভীর জ্ঞান এবং প্রজ্ঞা মানুষ ও মানবসমাজ সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টির সৃষ্টি করেছে।
ম্যাক্স ওয়েবারের জীবনী : জার্মানির বার্লিন শহরে ১৮৬৪ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ওয়েবারের বাবা ছিলেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিসম্পন্ন এবং অত্যন্ত উদ্যোগী ও সক্রিয় প্রকৃতির মানুষ। অপরদিকে, তাঁর মা ছিলেন একনিষ্ঠ ক্যালভিনপন্থি এবং অত্যন্ত ধর্মীয় ভাবসম্পন্ন আধ্যাত্মিক প্রকৃতির। ম্যাক্স ওয়েবার ১৯২০ সালের ১৪ জুন মৃত্যুবরণ করেন।
ম্যাক্স ওয়েবারের রচনাবলি : ম্যাক্স ওয়েবার তাঁর জীবনের সংক্ষিপ্ত পরিসরে সমাজবিজ্ঞান বিকাশে অসংখ্যগবেষণাধর্মী গ্রন্থ রচনা করেন। তাঁর মূল গ্রন্থগুলো জার্মান ভাষায় রচিত। এগুলো পরবর্তীতে ইংরেজি ভাষায় অনূদিত হয়। তাঁর রচিত কতিপয় উলেখযোগ্য গ্রন্থগুলো নিম্নরূপ :
- The Protestant Ethic & The Spirit of Capitalism.
2.The Religion of India.
3.The Religion of China.
4..The City..
5.The Sociology of Religion.
6.Politics as a vocation - General Economic History.
- Economy and Society.
উলেখ্য যে এগুলোর মধ্যে ‘Economy and Society’ বইটি তার জীবনের শেষ ক্রান্তিকালীন সময়ের লেখা, যা অসমাপ্ত অবস্থায় তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
উপসংহার : ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের বিকাশে বিভিন্ন তত্ত্ব দিয়ে সেটিকে বিকশিত করতে সাহায্য করেন। তাঁর রচিত বইগুলো তারই প্রমাণ রাখে।