স্পেন্সারের জনসংখ্যা মতবাদ আলোচনা কর।

অথবা, স্পেন্সার জনসংখ্যা মতবাদ সম্পর্কে কী বলেছেন?
অথবা,জনসংখ্যা মতবাদ সম্পর্কে স্পেন্সারের মতবাদ সম্পর্কে লিখ।
অথবা, স্পেন্সারের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
মনুষ্য জগতের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে Spencer জীবজগতের বংশবৃদ্ধির প্রক্রিয়ার সাথে মিলিয়ে দেখেছেন। তাঁর মতে, “মানবসমাজ যত অগ্রগতির দিকে এগিয়ে যায়, ততই মানুষের বংশবৃদ্ধির ক্ষমতা হ্রাস পায়।” তিনি বংশবৃদ্ধির ক্ষমতার হ্রাস প্রক্রিয়াকে Individuation বলে আখ্যায়িত করেছেন।
জনসংখ্যা সম্পর্কে মতবাদ : Spencer এর জনসংখ্যা সম্পর্কে মতবাদ নিম্নে আলোচনা করা হলো প্রতিটি জীবের সমন্বিত শক্তিকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা :
১. যে শক্তি দ্বারা জীব আত্মরক্ষা করে,
২. যে শক্তি দ্বারা জীব বংশবৃদ্ধি করে,
৩. যে শক্তি দ্বারা জীব নষ্ট হয়ে যায়।
Spencer জৈবিক কার্যক্রমের ৩টি অবস্থার কথা উলেখ করেছেন । যথা :
১. ভরণপোষণ এর ব্যবস্থা (Supporting system).
২. বণ্টন ব্যবস্থা (Distributing system).
৩. নিয়ন্ত্রণ ব্যবস্থা (Regulation system).
উন্নত সভ্যতার মানুষ নিজের কাজে এ শক্তির সদ্ব্যবহার করে। Spencer বলেন, “পুষ্টিকর খাদ্য মানুষের জন্মহার বৃদ্ধি করে এবং মানুষ এটিকে ইচ্ছাধীন প্রভাব বিস্তার করে।” তিনি ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ নীতি, বুর্জোয়াবাদ ও অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিলেন। অগাস্ট কোঁৎ এর নিকট ব্যক্তির চেয়ে সমাজ বড় ছিল আর Spencer এর কাছে ব্যক্তি সমাজের চেয়ে বড় ছিল।
সমালোচনা : Spencer এর সামাজিক বিবর্তন তত্ত্বটি খুব কম সংখ্যক সমাজবিজ্ঞানী সমর্থন করেছেন। জীবদেহের সাথে সমাজের এবং সমাজের সাথে Inorganic বা Organic এর সাদৃশ্য সংক্রান্ত মতবাদ দুটি এতকাল অচল বলে গণ্য, জীবদেহের সাথে সমাজকে তুলনা করে তিনি সমালোচিত হন। Spencer এর বিবর্তন ও প্রগতির কার্যবোধক ধারণাটিকে অধিকাংশ সমাজবিজ্ঞানী খণ্ডন গুন করেছেন। এজন্য সামাজিক বিবর্তনের বিকল্প শব্দ সমাজবিজ্ঞানীরা ব্যবহার করে থাকেন।
উপসংহার : সমালোচনা সত্ত্বেও বলা যায়, স্পেন্সারের সমাজচিন্তা সমাজবিজ্ঞানের উদ্ভবের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Spencer এর সামাজিক বিশেষণ থেকে একটি বিষয়। স্পষ্ট যে সমাজ মানুষে মানুষে প্রভেদ থেকে সামাজিক অসমতার সৃষ্টি হয়েছে। এ অসমতা সমাজ উন্নয়নে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।