সমাজবিজ্ঞানের ক্ষেত্রে স্পেন্সারের অবদান আলোচনা কর।

অথবা, সমাজবিজ্ঞানের অগ্রযাত্রায় স্পেনসারের অবদান আলোচনা কর।
অথবা, বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করায় স্পেন্সারের অবদান লিখ।
অথবা, সমাজবিজ্ঞানে স্পেন্সার কী কী অবদান রেখেছেন আলোচনা কর।
অথবা, হার্বার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের উন্নয়নে কী ভূমিকা পালন করেন, আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে হার্বার্ট স্পেন্সার এর নাম বিশেষভাবে প্রণিধানযোগ্য । কেননা একটি পৃথক বিজ্ঞান হিসেবে তাঁর তত্ত্ব সমাজবিজ্ঞানের ভিত্তিকে করেছে দৃঢ়। আর তাই সমাজবিজ্ঞানের সাথে হার্বার্ট স্পেন্সারের নাম ওতপ্রোতভাবে জড়িত।
সমাজবিজ্ঞানের ক্ষেত্রে স্পেন্সারের অবদান : Augustee. Comte ‘Sociology’ নামে মানবজ্ঞানের যে শাখার নামকরণ করেছিলেন তা স্পেন্সার এর হাতে সুস্পষ্ট রূপ লাভ করে। এ প্রসঙ্গে Spencer এর ‘Synthetic Philosophy’র নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কোঁৎ সমাজতাত্ত্বিক আলোচনায় বিশেষ অবদান রাখার জন্য Spencerকে বলা হয়ে থাকে যে, তিনি সমাজবিজ্ঞানের কঙ্কালের উপর সারসংক্ষেপণ করেছেন। যার ভিত্তিতে সমাজবিজ্ঞান একটি পরিপূর্ণ রূপ লাভ করে। তাঁর মতে, “সমাজ পরিবর্তিত হয়েছে অজৈব থেকে জৈবিক এবং তা থেকে অধিজৈবিকে।” অর্থাৎ সমাজ একটি সরল অবস্থা থেকে ক্রমে জটিলতার দিকে (From simple to complex) এগিয়ে যায়। তাঁর আরেকটি উল্লেখযোগ্য তত্ত্বের নাম জৈবিক সাদৃশ্য Organic Analogy). Darwin এর তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে তিনি সমাজের বিবর্তন সম্পর্কে যে তত্ত্ব দেন তা Theory of Universal Evolution নামে পরিচিত। তিনি তার
তত্ত্বে সমাজকে দেখেছেন জীবদেহ হিসেবে। উপসংহার : দৃষ্টিভঙ্গির ভিন্নতা এবং তাঁর গ্রহণযোগ্য তত্ত্ব তাকে অনন্য মর্যাদায় আসীন করেছে। আর তাই সমাজবিজ্ঞানে স্পেন্সারের অবদান অনস্বীকার্য।