অথবা, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের সঙ্গায়ন কর।
অথবা, ওয়েবারীয় আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।
অথবা, ওয়েবারীয় আমলাতন্ত্র কী?
উত্তর ভূমিকা : সমাজতাত্ত্বিক আলোচনার এক অবিসংবাদিত কিংবদন্তী হলো জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার কেবল সমাজবিজ্ঞানী নন, একাধারে অর্থনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, প্রাচ্য তত্ত্ববিদ, ধর্ম ও ভাষার ছাত্র ছিলেন। তিনি বিজ্ঞ সমাজের বিশেষ সভ্য এবং সামাজিক দার্শনিক ছিলেন। জার্মান
আদর্শবাদীদের মধ্যেও ম্যাক্স ওয়েবারের নাম উল্লেখযোগ্য। এসব বিষয়ে তাঁর গভীর জ্ঞান এবং প্রজ্ঞা মানুষ ও মানব সমাজ সম্পর্কে তাঁর এক গভীর অন্তর্দৃষ্টির সৃষ্টি করেছেন।
আমলাতন্ত্র (Bureaucracy) : আমলাতন্ত্র সম্পর্কিত সমাজতাত্ত্বিক আলোচনার সূত্রপাত করেন ম্যাক্স ওয়েবার। তাঁর ‘Economy & Society’ নামক গ্রন্থে আমলাতন্ত্রের আধুনিক সমাজতত্ত্বে আলোচনার সূত্রপাত করেন এবং তাঁর Essays on Sociology’ নামক গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বস্তুত ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে একটি আদর্শ নমুনার মাধ্যমে আধুনিক কালের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত করে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। তাঁর মতে আমলাতন্ত্র এমন একটি সংগঠন যার সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ও কার্যক্রম রয়েছে। এটি নির্দিষ্ট পদ্ধতিতে সম্পন্ন হয় এবং সেখানে ক্ষমতা ব্যবহারের নির্দিষ্ট পর্যায়ক্রম বিশিষ্ট একটি কাঠামো আছে, যার অধীনস্থ কর্মরত সকল কর্মচারীই স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। নিয়োগ প্রাপ্ত প্রত্যেক কর্মচারীর নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। অর্থাৎ প্রশাসনের বিভিন্ন ধাপে বিভিন্ন কর্মকর্তা যারা প্রশাসনের নীতি নির্ধারণের কাজে ও বাস্তবায়নের জন্য কর্মতৎপর তাদেরকেই বলা হয় আমলা এবং এ কর্ম তৎপরতার সামাজিক ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, জার্মান ঐতিহাসিক, অর্থনীতিবিদ সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার পুঁজিবাদী সমাজব্যবস্থার বৈশিষ্ট্যাবলি অধ্যয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পৃথিবীর বিভিন্ন ধর্মীয় ব্যবস্থার তুলনামূলক সমীক্ষার এক ব্যাপক উদ্যোগ ওয়েবার গ্রহণ করেন। এ সমীক্ষার দ্বারা ওয়েবার ধর্মবিশ্বাস ও অর্থনৈতিক বিকাশের মধ্যে সম্বন্ধ নিরূপণের চেষ্টা করেন। তাছাড়া তিনি আমলাতন্ত্র আইন এবং সমাজবিজ্ঞানসমূহের যৌক্তিক ভিত্তি প্রভৃতি বিষয়ে বহু রচনা প্রকাশ করেন।