ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “পঞ্চশরে দগ্ধ করে করেছে একী সন্ন্যাসী”—–—–চরণটি কোন কবিতার অংশবিশেষ?
উঃ মদনভস্মের পর কবিতার অংশবিশেষ।
২। কবি কৃষ্ণকলিকে কোথায় দেখেছিলেন?
উঃ কবি মেঘলা দিনে কৃষ্ণকলিকে ময়নাপাড়ার মাঠে দেখেছিলেন।
৩। ‘মেঘনাদবধ’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ‘মেঘনাদবধ’ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয়।
৪। “ক্ষমা করো ধৈর্য ধরো হউক সুন্দরতর বিদায়ের ক্ষণ।” পঙক্তিটি কোন কবিতার?
উঃ পঙক্তিটি বিদায় কবিতার।
৫। ‘যথাস্থান’ কবিতায় কবির গান কোথায় প্রাণ ফিরে পায়?
উঃ যেথায় সুখে তরুণ যুগল হয়ে বেড়ায় সেথায় প্রাণ ফিরে পায়।
৬। খ্যাপা সন্ন্যাসী কী খুঁজে ফেরে?
উঃ খ্যাপা সন্নাসী পরশপাথর খুঁজে ফেরে।
৭। ‘যেতে নাহি দিব’ কবিতায় বর্ণিত শিশুটির বয়স কত?
উঃ ‘যেতে নাহি দিব’ কবিতার শিশুটির বয়স চার বছর।
৮। ‘সোনার তরী’ কবিতায় মাঝি কিসের প্রতীক?
উঃ সৌন্দর্যের অধিষ্ঠাত্রীদেবীর প্রতীক।
৯। “এক পুত্রশোকে তুমি আকুলা, ললনে, শত পুত্রশোকে বুক আমার ফাটিছে দিবা নিশি!”— এক পুত্রশোকে আকুলা কে?
উঃ চিত্রাঙ্গাদা দেবী।
১০। বীরবাহু কোন স্বর্গে মারা যায়?
উঃ বীরবাহু প্রথম স্বর্গে মারা যায়।
১১। সরমা কে?
উঃ সরমা রাবণ ভ্রাতা বিভীষণের স্ত্রী।
১২। মেঘনাদের যজ্ঞাগারের নাম কী?
উঃ মেঘনাদের যজ্ঞাগারের নাম ‘নিকুম্ভিলা যজ্ঞাগার’।
১৩। ‘মেঘনাদবধ’ কাব্য কোন ছন্দে রচিত?
উঃ অক্ষরবৃত্ত অমিত্রাক্ষর ছন্দে রচিত।
১৪। “যে শয্যায় আজি তুমি শুয়েছ, কুমার”—এখানে কুমার কে?
উঃ এখানে কুমার বীরবাহু।
১৫। ‘যেতে নাহি দিব’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কবিতা?
উঃ ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের কবিতা। .
১৬। প্রেমের দেবতা মদন কার রোষাগ্নিতে ভষ্মীভূত হয়?
উঃ প্রেমের দেবতা শিব পঞ্চশরে শিবের রোষাগ্নিতে ভষ্মীভূত হয়।
১৭। ‘ক্ষণিকা’ কাব্য থেকে প্রকৃতনির্ভর একটি কবিতার নাম লেখ।
উঃ ‘দুই তীরে’ ও আষাঢ়।
১৮। ‘কল্পনা’ কাব্যের ব্যঙ্গধর্মী একটি কবিতার নাম উল্লেখ কর।
উঃ ‘জুতা-আবিস্কার।’
১৯। “যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে”—এ পংক্তিটি কোন কবিতার?
উঃ পঙক্তিটি ‘দুঃসময়’ কবিতার।
২০। ‘পুরষ্কার’ কবিতায় কবি কোন রাজার রাজসভায় গিয়েছিলেন?
উঃ ‘পুরস্কার’ কবিতায় কবি রঘু রাজার রাজ সভায় গিয়েছিল ।
২১। ‘যেতে নাহি দিব’ কবিতায় কোন ঋতুর প্রাকৃতিক বর্ণনা আছে?
উঃ ‘যেতে নাহি দিব’ কবিতায় হেমন্ত ঋতুর প্রাকৃতির বর্ণনা আছে ।
২২। রবীন্দ্রনাথ পৃথিবীর আদিম জননী কাকে বলেছেন?
উঃ রবীন্দ্রনাথ পৃথিবীর আদিম জননী বলেছেন সমুদ্রকে।
২৩। ‘সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে’-পংক্তি কোন সর্গের?
উঃ পঙক্তিটি ৯ম সর্গের।
২৪। মেঘনাদের মৃত্যু হয় কোন সর্গে?
উঃ মেঘনাদের মৃত্যু হয় ‘বধ’ নামক ৬ষ্ঠ সর্গে।
২৫। ‘বর্ষাযাপন’ কোন কাব্যগ্রন্থের কবিতা?
উঃ ‘বর্ষাযাপন’ সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা।
২৬। ‘ভ্রষ্টলগ্ন’ কী ধরনের কবিতা?
উঃ ‘ভ্রষ্টলগ্ন’ একটি চমৎকার ব্যর্থ প্রেমের কবিতা।
২৭। সীতার পরিচয় দাও।
উঃ সীতা রামের স্ত্রী এবং জনক রাজার পালিত কন্যা।
২৮। ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছেন?
উঃ ক্ষণিকা কাব্যগ্রন্থটি কবি শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেন।
২৯। ‘কল্পনা’ কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা আছে?
উঃ কল্পনা কাব্যে মোট ৪৯টি কবিতা আছে ।
৩০। ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম লিখ।
উঃ ক্ষণিকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘উদ্বোধন’।
৩১। ‘সোনারতরী’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ‘সোনারতরী’ কাব্যটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
৩২। ‘সোনারতরী’ কাব্যে মোট কতটি কবিতা আছে?
উঃ ‘সোনারতরী’ কাব্যে মোট ৪৩ টি কবিতা আছে।
৩৩। ‘মেঘনাদবধ’ কাব্যটিতে মোট কয়টি সর্গ আছে?
উঃ ‘মেঘনাদবধ’ কাব্যে নয়টি সর্গ আছে।
৩৪। সূর্পণখা
কে?
উঃ সূর্পণখা রাবণের বোন।
৩৫। ‘ক্ষণিকা’ কাব্যের প্রথম ও শেষ কবিতার নাম কী?
উঃ ‘ক্ষণিকা’ কাব্যের প্রথম কবিতা ‘উদ্বোধন’ এবং শেষ কবিতার নাম ‘সমাপ্তি’।
৩৬। ‘জন্মান্তর’ কবিতায় কবি পরজন্মে কী হতে চান?
উঃ ‘জন্মান্তর’ কবিতায় কবি পরজন্মে ব্রজের রাখাল হতে চান।
৩৭। ‘কল্পনা’ কাব্যের কোন কবিতায় বিদ্যা-সুন্দরের প্রসঙ্গ রয়েছে?
উঃ ‘কল্পনা’ কাব্যের ‘চৌরপঞ্চাশিকা’ কবিতায় বিদ্যা- সুন্দরের প্রসঙ্গ রয়েছে।
৩৮। ‘পঞ্চশরে দগ্ধ করে করেছ একী সন্ন্যাসী’—এখানে সন্ন্যাসী কে?
উঃ ‘পঞ্চশরে দগ্ধ করে করেছ একী সন্ন্যাসী’-এখানে সন্ন্যাসী বলতে মহাদেব বা শিবকে বোঝানো হয়েছে।
৩৯। ‘দুঃসময়’ কবিতায় দিক-দিগন্তু কিসে ভাসে?
উঃ ‘দুঃসময়’ কবিতায় দিক-দিগন্ত প্রকৃতিতে ভাসে।
৪০। ‘বিজয়িনী’ কবিতায় কে আত্মসমর্পণ করেছিল?
উঃ ‘বিজয়িনী’ কবিতায় কামনার দেবতা আত্মসমর্পণ করেছিল।
৪১। ‘এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি।’- কোন কবিতার অংশ?
উঃ ‘দুই বিঘা জমি’ কবিতার অংশ।
৪২। ‘পরশপাথর’ কবিতায় খ্যাপা কোথায় পরশপাথর খুঁজেছিল?
উঃ ‘পরশপাথর’ কবিতায় খ্যাপা সমুদ্রতীরে পরশপাথর খুঁজেছিল।
৪৩। ‘পুরস্কার’ কবিতায় কবি কোন রাজার সভায় গিয়েছিলেন?
উঃ ‘পুরস্কার’ কবিতায় কবি রঘু রাজার সভায় গিয়েছিল।
৪৪। ‘ব্যক্ত প্রেম’ কবিতার বিপরীত কবিতাটির নাম কি?
উঃ ‘ব্যক্ত প্রেম’ কবিতার বিপরীত কবিতাটির নাম ‘গুপ্ত প্রেম’।
৪৫। ‘মানসী’ কাব্য থেকে মৃত্যুভাবনা বিষয়ক দু’টি কবিতার নাম লেখ।
উঃ ‘মানসী’ কাব্যের মৃত্যুভাবনা বিষয়ক দু’টি কবিতা হলো-১. ক্ষণিক মিলন, ২. নিষ্ফল কামনা।
৪৬। সুরদাস কে ছিলেন?
উঃ হিন্দী ভাষার প্রখ্যাত কবি ছিলেন।
৪৭। ‘ক্ষণিকা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ‘ক্ষণিকা’ কাব্যটি ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
৪৮। কবি কৃষ্ণকলিকে কোথায় দেখেছিলেন?
উঃ কবি কৃষ্ণকলিকে মেঘনাপাড়ার ময়নাপাড়ার মাঠে দেখেছিলেন।
৪৯। ‘ক্ষণিকা’ কাব্যে কোন ঋতু প্রাধান্য পেয়েছে?
উঃ শরৎকাল অর্থাৎ শরৎ ঋতুর প্রাধান্য পেয়েছে।
৫০। ‘কল্পনা’ কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছেন?
উঃ ‘কল্পনা’ কাব্যটি কবি শ্রীশচন্দ্র মজুমদারকে উৎসর্গ করেছেন । (বৈশাখ-১৩০৭)।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ‘দুঃসময়’ কবিতার মূলভাব লেখ। ১০০%
২। ‘দুই পাখি’/হিং টিং ছট কবিতার মূলভাব লেখ। ১০০%
৩। ‘সোনারতরী’ কবিতাটির রূপকর্থ বিশ্লেষণ কর। ১০০%
৪। লংকাপুরীর বর্ণনা দাও। ১০০%
অথচ, লঙ্কাপুরীর সৌন্দর্য বর্ণনা কর।
৫। রাবণের রাজসভার বর্ণনা দাও। ১০০%
৬। ‘বর্ষশেষ’ কবিতায় কবি নতুনকে বন্দনা করেছেন কেন? ১০০%
৭। ‘ক্ষণিকা’ কাব্যে কবি অতীতের চেয়ে বর্তমানকে কিভাবে প্রাধান্য দিয়েছেন? ১০০%
৮। মেঘনাদের মৃত্যু সংবাদ শুনে রাবণের মনে কিরূপ
প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? ১০০%
৯। পরিচয় দাও : প্রমীলা, সীতা, বীরবাহু। ১০০%
১০। “দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতেহ নারে আপনায়।”—কবিতাংশটি ব্যাখ্যা কর। ৯৯%
১১। ‘মানসী’ কাব্যের প্রকৃতি বিষয়ক কবিতাগুলোর পরিচয়
দাও। ৯৯%
১২। ‘উদ্ধোধন’/মদনভস্মের পূর্ব কবিতার মূলভাব লিখ। ৯৯%
১৩। ‘মেঘনাদবধ’ কাব্যে বিভীষণের ভূমিকা সংক্ষেপে লেখ। ৯৯%
১৪। ‘কল্পনা’ কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটির বিষয়বস্তু আলোচনা কর। ৯৯%
১৫। ‘ভোগময় জীবন থেকে বিদায় নিয়ে কবি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন’—ক্ষণিকা কাব্যগ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ‘মেঘনাদবধ’ মহাকাব্য অবলম্বনে রাবণ চরিত্র বিশ্লেষণ কর। ১০০%
২। ‘মেঘনাদবধ’ মহাকাব্যে পাশ্চাত্য প্রভাবের বর্ণনা দাও। ১০০%
৩। মহাকাব্য হিসেবে ‘মেঘনাদবধ’ কাব্যের সার্থকতার আলোচনা কর। ১০০%
৪। ‘সোনার তরী’ কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্যচেতনার পরিচয় দাও। ১০০%
৫। ‘সোনার তরী’ কাব্যে কবির মৃত্যু ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। ১০০%
৬। ‘কল্পনা’ কাব্যে কবি জীবনের পালাবদলের যে পরিচয় প্রকাশিত হয়েছে তা আলোচনা কর। ১০০%
৭। ‘ক্ষণিকা’ কাব্যের ভাববৈচিত্র্য ও ছন্দবৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ১০০%
৮। ‘কল্পনা’ কাব্যগ্রন্থের শিল্পমূল্য আলোচনা কর। ১০০%
৯। ‘ক্ষণিকা’ কাব্যের ‘আবির্ভাব’ কবিতাটির বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
১০। ট্র্যাজেডি হিসেবে ‘মেঘনাদবধ’ কাব্যের সার্থকতা আলোচনা কর। ৯৯%
১১। “সোনর তরী’ কাব্যের কবির কালচেতনা ও মর্ত্যপ্রীতির স্বরূপ বিচার কর। ৯৯%
১২। “স্বপ্ন” কবিতার সার্থকতা আলোচনা কর। ৯৯%
১৩। “জীবনের প্রতি ভালবাসা ও গভীর প্রকৃতপ্রেমই রবীন্দ্রনাথের মৃত্যুভাবনার কেন্দ্রসত্য।”–‘সোনার তরী’ কাব্য প্রসঙ্গে এ উক্তির সত্যতা বিচার কর। ৯৯%