ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উঃ হোমো সেপিয়ান (Homo Sapiens)।
২। নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী?
উঃ চাকা।
৩। কোন ল্যাটিন শব্দ থেকে Civilization শব্দটি উৎপত্তি হয়েছে?
উঃ Civitas, থেকে।
৪। প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবর্তক কে?
উঃ ঐতিহাসিক আনন্ত জে, টয়েনবি।
৫। ‘সাত দিনে এক সপ্তাহ’ – প্রথম কারা আবিষ্কার করেন?
উঃ সুমেরীয়রা।
৬। ‘The Origin of Species’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘The Origin of Species’ গ্রন্থের লেখক-চার্লস ডারউইন।
৭। বর্ণমালা আবিষ্কার করে কারা?/বর্ণমালা আবিষ্কার করে কারা?
উঃ ফনিশীয়রা।
৮। ব্যবিলনীয় সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রথম সারগণ ও রাজা হাম্মুরাবি ।
৯। মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে ওঠে?
উঃ সুমেরীয়।
১০। সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা ভুগি।
১১। মিশরে একেশ্বরবাদ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আমেন হোটেপ।
১২। ফারাও এর অর্থ কী?
উঃ বড় বাড়ি বা রাজবাড়ি।
১৩। সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা ডুঙ্গি ।
১৪। প্রাচীন সভ্যতায় কোন দেশ প্রথম সিভিল সার্ভিস চালু করে?
উঃ চীন দেশে।
১৫। জুলিয়াস সিজার কে ছিলেন?
উঃ রোমান সম্রাট।
১৬। কে রোম নগরী প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রোমিউলাস।
১৭। হেলেনিস্টিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উঃ আলেকজান্দিয়াতে।
১৮। হোমার কে ছিলেন?
উঃ গ্রিসের কবি।
১৯। লিপইয়ার প্রথম কারা আবিষ্কার করে?
উঃ মিশরীয়রা।
২০। নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ গর্ডন চাইল্ড।
২১। Homo Sapiens-এর অর্থ কী?
উঃ জ্ঞানী মানুষ।
২২। মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উঃ সুমেরীয় সভ্যতা।
২৩। ফিনিশীয় নামের উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ গ্রিক শব্দ Phoenix থেকে।
২৪। সর্ববৃহৎ পিরামিডের নাম কী?
উঃ ফারা ও খুফুর পিরামিড।
২৫। রোম কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ইতালির টাইবার নদীর তীরে।
২৬। পেরিক্লিস কে ছিলেন?
উঃ এথেন্সীয় সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসক।
২৭। প্লেবিয়ান কারা?
উঃ ক্ষুদ্র কৃষক, কারিগর ও বণিকদের সমন্বয়ে গঠিত সাধারণ নাগরিক।
২৮। লাওৎসে কে ছিলেন?
উঃ চীনের দার্শনিক ও তাওবাদের প্রতিষ্ঠাতা।
২৯। জরাস্টার কে?
উঃ জরাস্টার পারস্যের ধর্মীয় নেতা ও জরষ্ট্রবাদ ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন।
৩০। এ্যাসিরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ আসুরউবল্লিতে।
৩১। সামরিক জাতি কারা?
উঃ সামরিক জাতি এসেরীয়রা।
৩২। সর্বপ্রথম কোথায় চাকাওয়ালা গাড়ির সন্ধান পাওয়া যায়?
উঃ সর্বপ্রথম মেসোপটেমিয়াতে চাকাওয়ালা গাড়ির সন্ধান পাওয়া যায়।
৩৩। হায়রোগিফিক কী?
উঃ ছবি বা চিত্রের দ্বারা মিশরীয় লিখন পদ্ধতি হায়রোগিফিক নামে পরিচিত।
৩৪। “নীলনদের উপত্যকায় কৃষি কাজের প্রথম উদ্ভব হয়েছিল” – উক্তিটি কার?
উঃ সমাজবিজ্ঞানী পেরির।
৩৫। প্রাচীন মিশরীয়দের কাগজ তৈরির উপকরণ কী?
উঃ প্যাপিরাস।
৩৬। সংস্কৃতি কী?
উঃ মানুষের ধ্যানধারণা, মূল্যবোধ ও পার্থিব উপকরণের সামগ্রিক রূপই সংস্কৃতি।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। পিরামিড কী? ১০০%
২। নগর বিপ্লব বলতে কী বুঝ? ১০০%
৩। হেলেনীয় সভ্যতা বলতে কী বুঝ? ১০০%
৪। পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? ১০০%
৫। “কোড অব ডুঙ্গি” ব্যাখ্যা কর। ১০০%
৬। সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য কী? ১০০%
৭। রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো কী কী? ১০০%
৮। হিব্রু ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৯। সংক্ষেপে সভ্যতায় সুমেরীয়দের অবদান লিখ। ৯৯%
১০। “পিকিং মানুষ বা মানবের বর্ণনা দাও। ৯৯%
১১। ইখনাটন ধর্মীয় ক্ষেত্রে কি কি পরিবর্তন এনেছিলেন? ৯৯%
১২। রোমান আইনের প্রধান বৈশিষ্ট্য লিখ। ৯৮%
গ-বিভাগ – রচনামূলক প্রশ্ন [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। “মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ১০০%
২। মানব সভ্যতায় সুমেরীয়দের অবদান মূল্যায়ন কর। ১০০%
৩। নবোপলীয় বিপ্লব বলতে কী বুঝ? নবোপলীয় যুগে মানুষের কৃতিত্বসমূহ পর্যালোচনা কর।
৪। জরথুস্ত্রবাদ বলতে কী বুঝ? জরথুস্ত্রবাদের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৫। মানব সভ্যতার ফিনিশীয়দের অবদান মূল্যায়ন কর পাওয়া যায়। ১০০%
৬। কনফুসিয়াস মতবাদ কী? চৈনিক সভ্যতায় এর প্রভাব কী ছিল? ১০০%
৭। ইতিহাস, দর্শন ও বিজ্ঞানে গ্রিকদের অবদান আলোচনা কর। ১০০%
৮। হাম্বুরাবির আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে ব্যবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কিরূপ চিত্র পাওয়া যায়। ১০০%
৯। প্রাচীন রোমান সভ্যতাকে সাহিত্যের ক্ষেত্রে স্বর্ণযুগ বলা হয় কেন? ৯৯%
১০। নগর বিপ্লব কি? নগর বিপ্লবের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর। ৯৯%
১১। শাং আমলে চীনে শিল্পকর্মের অগ্রগতির বিবরণ দাও। ৯৮%