কেন্দ্রীয় প্রবণতা কেন পরিমাপ করা হয়

অথবা, কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা কর।
অথবা, কেন্দ্রীয় প্রবণতার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
অথবা, কেন্দ্রীয় প্রবণতার তাৎপর্য উল্লেখ কর।

উত্তর ভূমিকা : পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ একটি তাৎপর্যপূর্ণ পরিমাপ । সাধারণভাবে বলা যায় গণসংখ্যা নিবেশনের যে কেন্দ্রীয় মানের চারদিকে অন্যান্য সংখ্যার বা তথ্যরাশির মানসমূহ বিস্তৃত থাকে তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। গবেষণার মাধ্যমে সংগৃহীত তথ্যাবলি বিশ্লেষণ ও উপস্থাপনে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব অত্যধিক।
কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রয়োজনীয়তা বা গুরুত্ব : নিম্নে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উপস্থাপন করা হলো :
১. তুলনাকরণ : কেন্দ্রীয় মান বা মধ্যক মানের মাধ্যমে এক বা একাধিক তথ্যসারির মানের তুলনা করা যায়। যেমন- X গ্রামের জনগণের গড় আয় ৪,৫০০ টাকা এবং Y গ্রামের জনগণের গড় আয় ৪,২০০ টাকা। এর মাধ্যমে দুটি গ্রামের অর্থনৈতিক অবস্থা তুলনা করা যায় ।
২. সমগ্রক সম্পর্কে জ্ঞানার্জন : কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে কোনো সমগ্রক সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় । কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে সমগ্রকের নমুনা গড় নির্ণয় করে ঐ সমগ্রক সম্পর্কে মন্তব্য করা যায় ।
৩. তথ্যের বিশ্লেষণে সহায়তা : কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য গবেষণা কর্মে নিযুক্ত তথ্যের বিশ্লেষণে সহায়তা করে থাকে। এর ফলে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়।
৪. দৈনন্দিন জীবনে : প্রাত্যহিক ব্যবহারিক জীবনে গড় আয়, গড় ব্যয়, গড় মজুরি ইত্যাদি নির্ণয়ে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ প্রয়োজন ।
৫. সম্পর্ক নির্ণয় : গবেষণা কার্য সম্পাদন কালে বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক নির্ণয় করতে হয় । এক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতা পরিসংখ্যানিক বিভিন্ন সম্পর্ক নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।
৬. লেনদেনের ক্ষেত্রে : বিভিন্ন প্রকার লেনদেনের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতা গুরুত্বপূর্ণ অবদান রাখে । আয়ব্যয়, ক্রয়- বিক্রয়, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, পরিসংখ্যানের তথ্য পরিমাপ করার মূল ভিত্তি হিসেবে কাজ করে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। মূলত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহের উপর ভিত্তি করে পরিসংখ্যানের অন্যান্য পরিমাপসমূহ করা হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa/