ডিগ্রী ৩ বছর কোর্স আর অর্নাস ৪ বছর। আর আপনি ডিগ্রি ৩ বছর করে অর্নাস এর সমান মর্যাদা পাবেন না তাই আপনাকে ৩ বছর ডিগ্রী পাস করে এক বছর প্রিলিমারিতে ভর্তি হয়ে পাস করলে অর্নাস মতো সমান মর্যাদা পাবেন।
অর্নাস ৪ বছর মাস্টার এক বছর মোট ৫ বছর।
ডিগ্রী ৩ বছর + প্রিলিমারি ১ বছর = ৪ বছর যা অর্নাস সমান +১ বছর মাস্টার্স মোট =৫ বছর
তাহলে কি বুঝলাম ডিগ্রি অর্নাস সমান পজিশন
আপনি অর্নাস করে যেসব সুবিধা পাবেন ডিগ্রি + প্রিলিমারি করে সেই একই সুযোগ পাবেন তাই চিন্তার কিছু নেই।
ডিগ্রী করলে সরকারি কলেজে আপনি উপবৃত্তি পাবেন যা অর্নাসে পাবেন না।
ডিগ্রী করলে আপনার পছন্দের মতো বিষয় নিয়ে মাস্টার্স করতে পারবেন যা অর্নাসে সম্ভব না।
সরকারি চাকুরীতে অর্নাস ডিগ্রি নিয়ে কোনো বিবেধ নেই, থাকলে ডিগ্রি কোর্স থাকত না, এমনকি বেসরকারি চাকুরীতেও কোনো বিবেদ নেই। আপনি ডিগ্রী শেষ করে প্রিলি পাশ করলে আপনিও অর্নাস এর সমান মর্যাদা পাবেন, যা আমাদের মূর্খ সমাজ বুঝে না আর বাঁকা চোখে দেখে, সামাজিক বিবেধ ছাড়া আর কিছু না, আপনার মেধা আর যোগ্যতা থাকলে আপনি যে কোনো চাকুরী করতে পারবেন।।।
ডিগ্রী বা অর্নাস থেকেও আসল মূল্য হলো আপনার সিজিপিএ। আপনি অর্নাস বা ডিগ্রি করে ভালো cgpa না হলে ভালো চাকরিতে আবেদন করতে পারবেন না, তাই cgpa ভালো করার চেষ্টা করেন।