অথবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক ১৯৬০ সালে প্রণীত সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো লিখ।
অথবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক ১৯৬০ সালে প্রণীত সমাজকর্মের নৈতিক মানদণ্ডসমূহ তুলে ধর।
উত্তর।৷ ভূমিকা : প্রত্যেক পেশারই পেশাদার ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নৈতিক মানদও রয়েছে । সমাজকর্মের ক্ষেত্রেও তেমনি কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদণ্ডগুলো অনুসরণ করেই সমাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয় ।
সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ (১৯৬০ সালে প্রণীত) সমাজকর্মের নৈতিক মানদণ্ড বা নীতিমালা নির্ধারণের জন্য ১৯৫৭ সালে আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি (National Association of Social Worker- NASW) বিশ্বের ৯টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে একটি গবেষণা দল (Study Group) গঠন করে। এ দল বিভিন্ন বিষয় পরীক্ষানিরীক্ষার পর সমাজকর্মের কতকগুলো নৈতিক মানদণ্ড প্রণয়ন করে। এ মানদণ্ড বা নীতিমালা ১৯৬০ সালের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। এই মানদণ্ডগুলো হচ্ছে-
১. ব্যক্তি বা গোষ্ঠীর মনোসামাজিক বা আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে পেশাগত বাধ্যকতা বলে বিবেচনা করা ।
২. সাহায্যপ্রত্যাশী ব্যক্তি বা দলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও সমস্যাজনিত গোপনীয়তা রক্ষায় শ্রদ্ধাশীল থাকা ।
৩. পেশাগত সম্পর্কের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করা ।
৪. এজেন্সি থেকে প্রদেয় সাহায্যের পরিধি, পরিমাপ ও মান সম্পর্কে সতর্ক থাকা ।
৫. পেশার মানদণ্ড এবং জ্ঞান ও অভিজ্ঞতার প্রেক্ষাপটে সমাজকর্ম প্রক্রিয়া পরিচালনা করা ।
৬. পেশাগত ভূমিকা সম্পাদনে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য এ নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা ।
৭. ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে পেশাগত দায়িত্বকে স্থান দেয়া ।
৮. জাতীয়ভাবে যে কোনো জরুরি পরিস্থিতিতে পেশাগত সেবা প্রদানে প্রস্তুত থাকা ।
৯. ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বক্তব্য এবং কার্যাবলির মধ্যে সম্ভাব্য গরমিল সম্পর্কে সতর্ক থাকা
১০. পেশাগত দায়িত্ববোধ এবং সেবাকর্মের মান ও গুণাগুণ উন্নয়নে সমাজকর্মীকে সচেতন থাকা ।
১১. সহকর্মীদের অভিজ্ঞতা এবং চিন্তা-প্রক্রিয়া বুদ্ধিমত্তার সাথে ব্যবহার এবং এগুলোর প্রতি যথাযথ বা নিয়মতান্ত্রিক প্রতিক্রিয়া ব্যক্ত করা ।
১২. দায়িত্ব পালনে সক্রিয় ও নিষ্ঠাবান থাকার লক্ষ্যে সুষ্ঠু, সুশৃঙ্খল প্রতিষ্ঠান পরিবেশ ও ব্যবস্থাপনা বজায় রাখা ।
১৩. সৃজনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উৎসাহের সাথে দায়িত্ববোধ গ্রহণ ও
১৪. সমাজকল্যাণমূলক কার্যাবলির উন্নয়ন ও বাস্তবায়নের জন্য নিজের জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যকে নিয়োজিত করা
উপসংহার : সমাজকর্মে উপরিউল্লিখিত মানদণ্ডগুলো (Code of Ethics) ১৯৬৭ ও ১৯৭৯ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির প্রতিনিধিসভার অধিবেশনে কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত হয় ।