সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর।

অথবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক ১৯৬০ সালে প্রণীত সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো লিখ।
অথবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক ১৯৬০ সালে প্রণীত সমাজকর্মের নৈতিক মানদণ্ডসমূহ তুলে ধর।
উত্তর।৷ ভূমিকা :
প্রত্যেক পেশারই পেশাদার ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নৈতিক মানদও রয়েছে । সমাজকর্মের ক্ষেত্রেও তেমনি কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদণ্ডগুলো অনুসরণ করেই সমাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয় ।
সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ (১৯৬০ সালে প্রণীত) সমাজকর্মের নৈতিক মানদণ্ড বা নীতিমালা নির্ধারণের জন্য ১৯৫৭ সালে আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি (National Association of Social Worker- NASW) বিশ্বের ৯টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে একটি গবেষণা দল (Study Group) গঠন করে। এ দল বিভিন্ন বিষয় পরীক্ষানিরীক্ষার পর সমাজকর্মের কতকগুলো নৈতিক মানদণ্ড প্রণয়ন করে। এ মানদণ্ড বা নীতিমালা ১৯৬০ সালের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। এই মানদণ্ডগুলো হচ্ছে-
১. ব্যক্তি বা গোষ্ঠীর মনোসামাজিক বা আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে পেশাগত বাধ্যকতা বলে বিবেচনা করা ।
২. সাহায্যপ্রত্যাশী ব্যক্তি বা দলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও সমস্যাজনিত গোপনীয়তা রক্ষায় শ্রদ্ধাশীল থাকা ।
৩. পেশাগত সম্পর্কের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করা ।
৪. এজেন্সি থেকে প্রদেয় সাহায্যের পরিধি, পরিমাপ ও মান সম্পর্কে সতর্ক থাকা ।
৫. পেশার মানদণ্ড এবং জ্ঞান ও অভিজ্ঞতার প্রেক্ষাপটে সমাজকর্ম প্রক্রিয়া পরিচালনা করা ।
৬. পেশাগত ভূমিকা সম্পাদনে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য এ নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা ।
৭. ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে পেশাগত দায়িত্বকে স্থান দেয়া ।
৮. জাতীয়ভাবে যে কোনো জরুরি পরিস্থিতিতে পেশাগত সেবা প্রদানে প্রস্তুত থাকা ।
৯. ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বক্তব্য এবং কার্যাবলির মধ্যে সম্ভাব্য গরমিল সম্পর্কে সতর্ক থাকা
১০. পেশাগত দায়িত্ববোধ এবং সেবাকর্মের মান ও গুণাগুণ উন্নয়নে সমাজকর্মীকে সচেতন থাকা ।
১১. সহকর্মীদের অভিজ্ঞতা এবং চিন্তা-প্রক্রিয়া বুদ্ধিমত্তার সাথে ব্যবহার এবং এগুলোর প্রতি যথাযথ বা নিয়মতান্ত্রিক প্রতিক্রিয়া ব্যক্ত করা ।
১২. দায়িত্ব পালনে সক্রিয় ও নিষ্ঠাবান থাকার লক্ষ্যে সুষ্ঠু, সুশৃঙ্খল প্রতিষ্ঠান পরিবেশ ও ব্যবস্থাপনা বজায় রাখা ।
১৩. সৃজনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উৎসাহের সাথে দায়িত্ববোধ গ্রহণ ও
১৪. সমাজকল্যাণমূলক কার্যাবলির উন্নয়ন ও বাস্তবায়নের জন্য নিজের জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যকে নিয়োজিত করা
উপসংহার : সমাজকর্মে উপরিউল্লিখিত মানদণ্ডগুলো (Code of Ethics) ১৯৬৭ ও ১৯৭৯ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির প্রতিনিধিসভার অধিবেশনে কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত হয় ।