সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?

অথবা, সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো লিখ।
অথবা, সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো তুলে ধর।
অথবা, সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব উল্লেখ কর।
উত্তরা।৷ ভূমিকা :
সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সারাবিশ্বে সমাজকর্মীগণ পেশাদার সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন মেনে চলেন। একজন সমাজকর্মীর সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে সহকর্মীদের প্রতি তার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে।যেগুলো ১৯৯৯ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী (NASW) কর্তৃক প্রণীত হয়।
সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব : NASW কর্তৃক নৈতিক মানদণ্ড অনুযায়ী সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব নিম্নরূপ:
১. শ্ৰদ্ধা : সমাজকর্মী তার সহকর্মীর প্রতি শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, সততা, আনুগত্য ইত্যাদির কারণে শ্রদ্ধাপোষণ করেন।তাছাড়া সমাজকর্মী অহেতুক আলোচনা করা থেকে বিরত থাকবেন।সহকর্মীর ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিসত্তা, জাতীয়তা, লিঙ্গ পরিচয়, বয়স, বৈবাহিক মর্যাদা, রাজনৈতিক দর্শন এবং মানসিক শারিরীক কারণে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকবেন । বরং সমাজকর্মী তার সহকর্মীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করবেন ।
২. গোপনীয়তা : পেশাগতকারণে সমাজকর্মীগণ একে অপরের নিকট থেকে তথ্য, দলিল দস্তাবেজ, নথি ইত্যাদি আদান-প্রদান করতে পারেন । এসব বিষয় পেশাগত কারণেই পুরোপুরি গোপন রাখতে হবে ।
৩. আœডিসিপ্লিনারি সমন্বয় : সমাজকর্মীরা আন্তঃডিসিপ্লিনারী কমিটির সদস্য হিসাবে কাজ করবেন। আন্তঃডিসিপ্লিনারী কমিটির সদস্য হলেও সমাজকর্মীকে তার ক্লায়েন্টকে সাহায্য করতে গোপনীয়তা বজায় রাখতে হবে।সমাজকর্মীকে সমাজকর্মের মূল্যবোধের সাথে অন্যান্য বিষয়ের মূল্যবোধেরও সমন্বয় থাকতে হবে।
৪. সহকর্মী সংশ্লিষ্ট বিতর্ক : সমাজকর্মী তার নিজের স্বার্থের কারণে অযথা সহকর্মী ও কর্মচারীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করবেন না। তাছাড়া সাহায্যার্থীর সম্মুখে তারা তাদের সহকর্মীদের সম্পর্কে কোনো বিতর্কিত আলোচনাও করতে পারবেন না।
৫. উপদেশ/পরামর্শ : সমাজকর্মী তার ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দিতে প্রয়োজনবোধে তার সহকর্মীর পরামর্শ নিবেন।সহকর্মীরা যে বিষয়ে অধিক জ্ঞান রাখেন বা যে বিষয়ে বিশেষজ্ঞ সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।এছাড়া আরো যে সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলো হলো :
১. ক্লায়েন্টকে অধিকতর সেবাদানের জন্য সমাজকর্মী তার চেয়ে অধিক দক্ষতাসম্পন্ন সমাজকর্মী বা বিশেষজ্ঞের কাছে প্রেরণ করবেন।
২. যৌন সম্পর্ক থেকে বিরত থাকবেন।
৩. সকল প্রকার নির্যাতন করা থেকে বিরত থাকবেন।
৪. সহকর্মীর অবনতি ও দুর্বলতা জেনে তাকে সাহায্য করবেন।
৫. সহকর্মী অযোগ্য হলে তাকে যোগ্য করার জন্য সহযোগিতা করবেন।
৬. সমাজকর্মীগণ তাদের সহকর্মীদের অনৈতিক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় সমাজকর্ম পেশাগত অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মী উপর্যুক্ত দায়িত্বগুলো পালন করবেন। সহকর্মীর সাথে ভালো আচরণ ও সম্পর্ক থাকলে সমাজকর্ম অনুশীলন সহজ হবে। তাই প্রত্যেক সমাজকর্মীর জন্য এ বিষয়গুলো জানা আবশ্যক।