গণতান্ত্রিক অধিকার বলতে কী বুঝ?

অথবা, সমাজকর্মের একটি মূল্যবোধ হিসেবে “গণতান্ত্রিক অধিকার” নীতি ব্যাখ্যা কর।
অথবা, সমাজকর্মের একটি মূল্যবোধ হিসেবে “গণতান্ত্রিক অধিকার” নামক মূল্যবোধটি ব্যাখ্যা কর।
অথবা, সমাজকর্মের মূল্যবোধ হিসেবে ‘গণতান্ত্রিক অধিকার’ ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর।৷ ভূমিকা :
প্রতিটি পেশার ন্যায় সমাজকর্ম পেশারও কতকগুলো মূল্যবোধ রয়েছে।সমাজকর্মীদের এই মূল্যবোধ অনুসরণ করে কাজ করতে হয়। মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের Guideline বা Principle হিসেবে কাজ করে।
সমাজকর্মে গণতান্ত্রিক অধিকার : সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীগণ কতকগুলো সাধারণ মূল্যবোধ অনুসরণ করেন।
সমাজকর্মের এ সাধারণ মূল্যবোধগুলোর একটি হলো গণতান্ত্রিক অধিকার।নিম্নে এ নীতি নিয়ে আলোচনা করা হলো :
গণতান্ত্রিক অধিকার (Democratic rights) : জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য কতকগুলো সুযোগ ও অধিকার অবশ্যই জরুরি। মানবজীবনের এসব অধিকারের মধ্যে একটি হলো গণতান্ত্রিক অধিকার।এ অধিকার ব্যক্তির স্বাধীনচেতনা বিকাশের পথ উন্মুক্ত করে। সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা ও মূল্যবোধ হিসেবে এটি স্বীকৃত।গণতান্ত্রিক অধিকার হলো এমন অধিকার, যা মানুষকে স্বাধীনভাবে মতামত প্রকাশে, সমান অধিকার ভোগ করতে, ন্যায়বিচার পেতে ও সহজাত প্রয়োজনগুলো ন্যায়সঙ্গতভাবে পূরণ করতে সাহায্য করে।গণতান্ত্রিক মূল্যবোধের নিরিখে আইনের চোখে সকলেই সমান অধিকার ও মর্যাদা লাভের অংশীদার।গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেই নিজ নিজ অধিকার ও স্বার্থরক্ষায় তার সুচিন্তিত মতামত প্রকাশের সুযোগ পায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, ভোট প্রদান করা, সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমান অধিকার পাওয়া, সুবিচার প্রত্যাশা করা, কল্যাণ কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়া এগুলো গণতান্ত্রিক অধিকার।এর মূল কথাই হলো প্রত্যেক মানুষ অধিকার ও কর্তব্যে সমান এবং গুরুত্বের দিক থেকেও সমান।এ কারণে ব্যক্তি স্বার্থ সংরক্ষণে গণতান্ত্রিক মূল্যবোধের বিকল্প নেই।এটি মানুষের অধিকার সংরক্ষণ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সর্বাধিক ভূমিকা পালন করে। গণতান্ত্রিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথ প্রশস্ত করতেও সাহায্য করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষের সার্বিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের কোনো বিকল্প নেই।এ নীতিমালা ও মূল্যবোধ ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে মানবকল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।