সমাজকর্মের পেশাগত মূল্যবোধ চর্চার পরস্পর সম্পর্কযুক্ত কয়টি ধারা রয়েছে ও কী কী?

অথবা, সমাজকর্মের পেশাগত মূল্যবোধ অনুশীলনের ধারাগুলো কী কী?
অথবা, সমাজকর্মের পেশাগত মূল্যবোধ ও অনুশীলনের ধারাগুলো লিখ।
অথবা, সমাজকর্মের পেশাগত মূল্যবোধ অনুশীলনের ধারাগুলো তুলে ধর।
অথবা, সমাজকর্মের পেশাগত মূল্যবোধ অনুশীলনের ধারাগুলো উল্লেখ কর।
উত্তর।৷ ভূমিকা :
প্রতিটি পেশার ন্যায় সমাজকর্ম পেশারও কতকগুলো মূল্যবোধ রয়েছে। সমাজকর্মীদের এই মূল্যবোধ অনুসরণ করে কাজ করতে হয়। মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের Guideline বা Principle হিসেবে কাজ করে।সমাজকর্মের পেশাগত মূল্যবোধ চর্চার পরস্পর সম্পর্কযুক্ত ৩টি ধারা রয়েছে।
সমাজকর্মের পেশাগত মূল্যবোধ অনুশীলনের ধারা সমাজকর্মের পেশাগত মূল্যবোধ অনুশীলনের ধারাসমূহ নিম্নরূপ :
১. মানুষের অগ্রাধিকারপ্রাপ্ত ধারণা হিসেবে মূল্যবোধ : মানুষ ও সামাজিক পরিবেশের সাথে সম্পর্কিত ৫টি মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এসব মূল্যবোধগুলো মানুষের অগ্রাধিকার প্রাপ্ত ধারণা হিসেবে প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে :
ক. মানুষের অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার স্বীকৃতি;
খ. মানুষের জীবনে পরিপূর্ণতা;
গ. ব্যক্তির সামাজিক দায়িত্ববোধ,
ঘ. মানুষের একতাবদ্ধের প্রয়োজনীয়তা এবং
ঙ. ব্যক্তিস্বাধীনতা।
২. মানুষের অগ্রাধিকারপ্রাপ্ত ফলাফল হিসেবে মূল্যবোধ : এ মূল্যবোধগুলো হচ্ছে-
ক. প্রত্যেকের বৃদ্ধি ও বিকাশের জন্য সুযোগ দান;
খ. সকল মানুষের চাহিদা ও প্রয়োজন পূরণ এবং সেক্ষেত্রে প্রয়োজনীয়;
গ. সকল ক্ষেত্রে মানুষের অংশগ্রহণের সুযোগ প্রদান।
৩. অগ্রাধিকারপ্রাপ্ত প্রক্রিয়া হিসেবে মূল্যবোধে : সমাজকর্মীরা নিম্নোক্ত মূল্যবোধগুলো অনুশীলন প্রক্রিয়ায় অগ্রাধিকার দিবে-
ক. প্রত্যেক মানুষের মূল্য ও মর্যাদার সম্মান দেখানো;
খ. প্রত্যেকের জীবন নির্বাহে সর্বোচ্চ সুযোগ প্রদান;
গ. প্রত্যেকের চাহিদার প্রতি গুরুত্বারোপ এবং
ঘ. সমাজের প্রত্যেক ব্যক্তিকে আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পেশা হিসেবে সমাজকর্ম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।কারণ এখানে সাহায্য প্রার্থীর মতামত, অংশগ্রহণ, ক্ষমতায়ন, ন্যায়বিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদি নীতি কৌশল অনুসরণ করা হয়।যা সমাজকর্মকে অন্যান্য সকল পেশা থেকে স্বাতন্ত্র্য করে তোলে।