অথবা, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ কর।
অথবা, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল মূল্যায়ন কর।
অথবা, ১৯৭০ সালের নির্বাচন ও নির্বাচনের রাজনৈতিক প্রভাব ও পরিস্থিতি পর্যালোচনা কর।
অথবা, ১৯৭০ সালের নির্বাচনোত্তর ঘটনাপ্রবাহ উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : ১৯৭০ সালের নির্বাচন অবিভক্ত পাকিস্তান রাষ্ট্রের প্রথম ও শেষ সাধারণ নির্বাচন ছিল। এ নির্বাচনের ফলাফল ছিল বাঙালির জাতীয় উত্থানের পরিচয়বাহী। পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফলকে মেনে না নেওয়ায় পাকিস্তান তার ক্রান্তিকালে উপনীত হয়। জেনারেল আইয়ুব খানের পতনের পর জেনারেল ইয়াহিয়ার ক্ষমতায় আরোহণ, নির্বাচনের প্রস্তুতি, আইনগত কাঠামো আদেশ জারি, আওয়ামী লীগের অভূতপূর্ব নির্বাচনি সাফল্য, এর গুরুত্ব ও তাৎপর্য এবং পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের আলাদা রাজনৈতিক সংস্কৃতি এবং এর প্রভাবে পাকিস্তানের ভাঙন ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে।
১৯৭০ সালের নির্বাচন ও এর ফলাফল : ইয়াহিয়া খান ক্ষমতায় এসে ২৬ মার্চ এক বেতার ভাষণে পরবর্তী নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শেষ পর্যন্ত ১ জানুয়ারি ১৯৭০
থেকে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে দেশে পুনরায় রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয়। ৭ ডিসেম্বর জাতীয় পরিষদ ও ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। তবে ১২ নভেম্বর পূর্ব বাংলার কিছু অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হওয়ায় ঐসব অঞ্চলে ১৯৭১ সালে ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং বেশকিছু নির্দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ছিল দু’ডজনের মতো। নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হচ্ছে আওয়ামী লীগ, পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি), ন্যাশন্যাল আওয়ামী পার্টি ন্যাপ (ওয়ালী খান), মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ, জামায়াত-ই-ইসলামী, জমিয়তে উলামা-ই-ইসলাম, জমিয়তে উলামা-ই-পাকিস্তান, নিজাম-ই-ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ইত্যাদি। এর মধ্যে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে পূর্ব বাংলার জনগণের প্রিয় সংগঠন
বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। তবে এ নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো, কোন রাজনৈতিক দলই এলাকাভিত্তিক ৩০০টি আসনের সবক’টিতে প্রতিদ্বন্দ্বিতা করেনি। উপরন্তু পূর্ব বাংলার এক সময়ের জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশন্যাল আওয়ামী পার্টি ন্যাপ (ভাসানী) ‘ভোটে মুক্তি আসবে না’ শ্লোগান তুলে নির্বাচন বয়কট করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৭০ সালের নির্বাচন ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের ফলে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সুস্পষ্ট ব্যবধান পরিলক্ষিত হয়। বাঙালি স্বাধিকারের পক্ষে রায় প্রদান করে।