১৯৭০ সালের নির্বাচন কীভাবে বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রাখে?

অথবা, বাংলাদেশের অভ্যুদয়ে ৭০ এর নির্বাচন কী ভূমিকা পালন করে? সংক্ষেপে লিখ।
উত্তরা৷ ভূমিকা :
১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। এ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় দল আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে এ অঞ্চলের মানুষের অধিকার খর্ব করে। এর ফলে মানুষ পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের অংশ মানতে অপারগতা প্রকাশ করে। ফলে স্বাধীনতা যুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
৭০ এর নির্বাচনের ভূমিকা : ১৯৭০ সালে নির্বাচনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান তাদের শাসনের বৈধতা হারায়। নির্বাচনে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে বিজয়ী হলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিমা শাসকগোষ্ঠী গড়িমশি করে। ফলে এ অঞ্চলের মানুষ পাকিস্তানের প্রতি আস্থাহীন হয়ে পড়ে। যার চূড়ান্ত পরিণতি ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের সূচনা করে। নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালি জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করে। অবশেষে পশ্চিমা শাসকগোষ্ঠী আওয়ামী লীগের বিজয়কে অস্বীকার করলে এর বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদ, প্রতিরোধ ও শেষ পর্যায় মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং এ যুদ্ধে শেষ পর্যন্ত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয় হয়। এ কারণে বলা হয়, ১৯৭০ সালের নির্বাচনের মধ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বীজ নিহিত ছিল। এ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার অন্যতম কারণ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্ব। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফার স্বায়ত্তশাসনের কথা বলার কারণে মানুষ একে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করে। ফলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী করে। জয়ী হওয়ার পর ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং এ ভাষণে বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান করেন। ফলে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকবাহিনী ঢাকাসহ সারা দেশে গণহত্যা চালায়। এর ফলে ২৬ মার্চ বাঙালি জাতি নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ফলে শুরু হয় ৯ মাসব্যাপী দীর্ঘ যুদ্ধের সূচনা। যুদ্ধ শেষে বাঙালি জাতির কাছে পাকবাহিনী নত হতে বাধ্য হয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদ্ভব হয়। এতে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।
উপসংহার : পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচন বা তৎপরবর্তী সময়ে ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের অভ্যুদয়ের অন্যতম কারণ। বাংলাদেশের অভ্যুদয়ে অন্য অনেক কারণ থাকলেও ৭০ এর নির্বাচন বাংলাদেশের অভ্যুদয়ের অন্যতম কারণ। তাই বলা যায়, ৭০ এর নির্বাচন বাঙালি জাতীর জীবনে এক তাৎপর্যপূর্ণ ঘটনা।