১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ আলোচনা কর।

অথবা, কী কী কারণে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল বলে তুমি মনে কর?
অথবা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে আলোচনা কর।
উত্তরা৷ ভূমিকা :
১৯৬৬ সালে উত্থাপিত ছয় দফাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয় যা ১৯৬৯ সালে এসে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এ আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি। বরং পশ্চিম পাকিস্তানি শাসকদের দীর্ঘদিনের দমন নিপীড়ন ও বঞ্চনার মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এ আন্দোলন।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ : নিচে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণগুলো সংক্ষেপে আলোচনা করা হলো :
. রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য : একই রাষ্ট্রীয় কাঠামোর অধীনে বসবাস করলেও পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সৃষ্ট বৈষম্য পূর্ব পাকিস্তানের অধিবাসীদের বিক্ষুব্ধ করে তোলে। নিরাপত্তার ব্যাপারেও পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে কোনো ধরনের সহায়তা করতে পারেনি। চাকরি, ব্যবসায় বাণিজ্যসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাঙালিরা বঞ্চিত ছিল। এমন অবস্থার কারণেই ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান দানা বেঁধে উঠে।
২. মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন : ১৯৫৮ সালে ক্ষমতা গ্রহণের পর আইয়ুব খান তার ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে ১৯৬২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেন। এ সময় তিনি ৮০ হাজার মৌলিক গণতন্ত্রীর হাতে প্রেসিডেন্ট ও অন্যান্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করেন। মৌলিক গণতন্ত্রীদের অত্যাচার ও প্রেসিডেন্টের একনায়কত্ব সুলভ মনোভাবের পরিণতিতে গণঅভ্যুত্থান সংঘটিত হয়।
৩. স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষা : ১৯৪০ সালে প্রণীত স্বায়ত্তশাসনের দাবি সংবলিত লাহোর প্রস্তাবের আলোকে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন প্রদানে ব্যাপক অনীহা দেখায়। আর স্বায়ত্তশাসনের দাবির ব্যাপারে এ অনীহা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীকে বিক্ষুব্ধ করে তোলে।
পরিণতিতে সংঘটিত হয় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
৪. সরকারি দমননীতি : পুরো পাকিস্তানের জনগণ এক সময় আইয়ুবের সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে। তাদের এ আন্দোলন দমন করার উদ্দেশ্যে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহার করে ও তাদের উপর অত্যাচার শুরু করে। সরকারি নির্যাতন যতই বৃদ্ধি পেতে থাকে আন্দোলন তত প্রকট হতে থাকে ।
৫. জাতীয়তাবাদী চিন্তার বিকাশ : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্ট জাতীয়তাবাদী চেতনা ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে আরো সুসংহত হয়। আর এ সুসংহত জাতীয়তাবাদী চেতনার কারণেই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিভিন্ন অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের প্রেক্ষিতেই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।