অথবা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমি আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বাঙালির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৬৮ সালে ছাত্রদের মাধ্যমে শুরু হওয়া এ আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার জনগণ এ অভ্যুত্থান ঘটিয়েছিল বলে বিশ্লেষকগণ মনে করেন।
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট : নিচে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আলোচনা করা হলো :
১. স্বায়ত্তশাসন প্রদানে পাকিস্তানি শাসকদের অনীহা : ১৯৪০ সালে স্বায়ত্তশাসনের ধারা সংবলিত লাহোর প্রস্তাবের আলোকে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও পাকিস্তানি কর্তৃপক্ষ বরাবরই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ব্যাপারে উদাসীন ছিল। ১৯৪৯ সালে পূর্ব বাংলার প্রথম স্বায়ত্তশাসনের দাবি উত্থাপিত হলেও এটার চূড়ান্ত রূপ দেখা যায় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রাক্কালে।
২. ১৯৫৬ সালের সংবিধানে স্বায়ত্তশাসন অবহেলা : ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। সংবিধানে বিভিন্ন ধারার সমাবেশ ঘটানো হলেও স্বায়ত্তশাসনের ব্যাপারটি অবহেলা করা হয়। যেটা পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল।
৩. সালের ২৭ অক্টোবর আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং সামরিক শাসন জারি করেন। তিনি সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং EBDO জারি করে পাকিস্তানের সকল শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনীতি করার অধিকার হরণ করেন। এ ধরনের কর্মকাণ্ড সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। ১৯৬২ সালের ৩০ জানুয়ারি সোহ্রাওয়ার্দীকে গ্রেপ্তার করা হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং আইয়ুবের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূত্রপাত হয়।
৪. ১৯৬২ সালের ছাত্র আন্দোলন : ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে উঠে। ১৯৬৪ সালের পূর্ব পর্যন্ত ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সকল শ্রেণির জন্য প্রেরণার উৎস ছিল ছাত্ররা। পরবর্তীকালের বিভিন্ন আন্দোলন সংগ্রামের রসদ যুগিয়েছিল এ ছাত্র আন্দোলন।
৫. ছয়দফাভিত্তিক আন্দোলন : ১৯৬৬ সালের ১৩ ফেব্রুয়ারি ছয় দফা দাবি উত্থাপনের পরপরই এর সমর্থনে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। পরবর্তীতে এ আন্দোলন সামরিক শাসক আইয়ুবের বিভিন্ন নির্যাতনমূলক পদক্ষেপের কারণে গণআন্দোলনে রূপ নেয়।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, নানা শোষণ, বঞ্চনা ও সামরিক শাসনের জাঁতাকলে পৃষ্ঠ গণমানুষের ক্ষোভ ১৯৬৯ সালে এসে গণঅভ্যুত্থান রূপে আবির্ভূত হয়েছিল। এ আন্দোলনের প্রেক্ষাপটেই ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করেন।