যুক্তফ্রন্ট গঠনের কারণ সংক্ষেপে আলোচনা কর।

অথবা, যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল?
অথবা, যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল বলে তুমি মনে কর?
উত্তর৷ ভূমিকা :
পাকিস্তান রাষ্ট্রে ১৯৫৪ সালের নির্বাচন বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলায় অনুষ্ঠিত প্রথম এ নির্বাচনে যুক্তফ্রন্টের হাতে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম পরাজয় ঘটে। এ নির্বাচনের ফলাফল ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালিদের প্রথম ব্যালট বিপ্লব।
যুক্তফ্রন্ট গঠনের কারণ : নিচে যুক্তফ্রন্ট গঠনের কারণ সংক্ষেপে আলোচনা করা হলো :
১. মুসলিম লীগের অগণতান্ত্রিক মনোভাব : পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে মুসলিম লীগের রক্ষণশীল নেতৃবৃন্দ নিজেদেরকে পাকিস্তান রাষ্ট্রের ধারক, বাহক ও রক্ষণকারী হিসেবে ভাবতে থাকে। ফলশ্রুতিতে তারা অন্য কোনো দলের উত্থান ও রাজনীতিকে ভাবতে থাকে পাকিস্তান ভাঙনের প্রক্রিয়া হিসেবে। তাদের এ অগণতান্ত্রিক মনোভাবে অতিষ্ঠ হয়ে
পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো মিলে যুক্তফ্রন্ট গঠন করে।
২. ভাষা আন্দোলন : ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে আত্মসচেতনতা তথা বাঙালি জাতীয়তাবোধ জাগ্রত করে। এ জাতীয়তাবোধ থেকে বাঙালি, অন্য কোনো শাসকদের অধীন থেকে মুক্ত হওয়ার প্রয়াস পায়। ফলশ্রুতিতে গঠিত হয় যুক্তফ্রন্ট ।
৩. উদারপন্থিদের উপর নির্যাতন : মুসলিম লীগের উদারপন্থি গ্রুপ বলে পরিচিত এবং ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগের বিপুল বিজয়ে নেতৃত্ব দানকারী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ও আবুল হাশিমের বিরুদ্ধে পাকিস্তানের শুরু থেকে মুসলিম লীগ নেতৃবৃন্দ অত্যাচার ও নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ করে। সোহ্রাওয়ার্দীকে লিয়াকত আলী খান
‘ভারতের লেলিয়ে দেওয়া কুকুর’ বলে আখ্যায়িত করে। পরে এসব অত্যাচারিত নেতৃবৃন্দ মিলে মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠন করে।
৪. পূর্ব বাংলার প্রতি শোষণমূলক মনোভাব : পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে পশি পাকিস্তানি শাসকবৃন্দ পূর্ব বাংলাকে তাদের অভ্যন্তরীণ উপনিবেশ হিসেবে ভাবতে থাকে। এজন্য তারা পূর্ব বাংলাকে সবসময় নানাভাবে শোষণ করতে থাকে। পাকিস্তানিদের এ শোষণমূলক মনোভাব পূর্ব বাংলার নেতৃবৃন্দ বুঝতে পারে এবং এর ফলে তারা যুক্তফ্রন্ট
নামক রাজনৈতিক মোর্চা গ্রহণ করে।
৫. তরুণদের তাড়না : ১৫০, মোগলটুলী ওয়ার্কাস ক্যাম্পের তরুণ নেতৃবৃন্দের তাড়না ও উদ্যোগ থেকে পূর্ব বাংলার সিনিয়র নেতৃবৃন্দ যুক্তফ্রন্ট গঠনে উদ্যোগী হন বলে অনেক বিশ্লেষক মনে করেন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ ও শোষণমূলক কার্যকলাপ বন্ধের উদ্দেশ্যেই ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পূর্ব বাংলার নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলগুলো মিলে মুসলিম লীগ বিরোধী মোর্চা যুক্তফ্রন্ট গঠন করেছিলেন।