পাকিস্তানি গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।

অথবা, পাকিস্তানি গণতন্ত্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির সময় ঘোষণা দেওয়া হয় এটি হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এ রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। প্রথমে পাকিস্তানকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলেও এর কোনো গণতান্ত্রিক বৈশিষ্ট্য ছিল না বললেই চলে বরং
ছিল ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রয়াস।
পাকিস্তানি গণতন্ত্রের বৈশিষ্ট্য : নিচে পাকিস্তানের গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করা হলো :
১. অনিয়মিত নির্বাচন : পাকিস্তানে গণতন্ত্রের জন্য সবচেয়ে অপরিহার্য উপাদান নির্বাচন নিয়মিত ছিল না। পাকিস্তান সৃষ্টির ৭ বছর পর ১৯৫৪ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আর যুক্ত পাকিস্তানের দ্বিতীয় ও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালের ৭ ও ১৭ ডিসেম্বর।
২. ক্ষমতা হস্তান্তরে গড়িমসি : শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ব্যতীত গণতন্ত্রায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব নয়। পাকিস্তানে নির্বাচনে যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তখনই সামরিক ও বেসামরিক আমলারা এটা নিজেদের কাছে কুক্ষিগত করে রাখার উদ্দেশ্যে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করেছে।
৩. সামরিক বেসামরিক আমলাদের দৌরাত্ম্য : পাকিস্তান সৃষ্টির পর থেকে এর রাজনীতিতে সামরিক বেসামরিক আমলাদের হস্তক্ষেপ ছিল অতি সাধারণ ঘটনা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৫৬ সালে আততায়ীর গুলিতে নিহত হলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী (বগুড়া)। এভাবে
পাকিস্তানের রাজনীতিতে বরাবর আমলারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছে।
৪. সহিষ্ণুতার অভাব : পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষকরে মুসলিম লীগের মধ্যে কোনো ধরনের সহিষ্ণুতা ছিল না। তৎকালীন সময়কার মুসলিম লীগের নেতারা ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগকে দুদিনের দল বলে কটাক্ষ করতো।
৫. সামরিক বাহিনীর হস্তক্ষেপ : ১৯৪৭ সালে স্বাধীনতার পর ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা সর্বপ্রথম পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। ২৭ অক্টোবর ১৯৫৮ সালে আইয়ুব খান ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন যেটা ১৯৬৯ সাল পর্যন্ত বলবৎ ছিল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রকৃত গণতন্ত্র বলতে যেটা বুঝায় সেটা পাকিস্তানে ছিল না। বরং পাকিস্তানের গণতন্ত্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি এটা ছিল সেমি গণতান্ত্রিক একটি দেশ।