চৌধুরী রহমত আলী কে?

অথবা, চৌধুরী রহমত আলীর পরিচয় দাও।
উত্তর৷ ভূমিকা :
ভারত উপমহাদেশে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির পিছনে অনেক মুসলমান চিন্তাবিদ ও পণ্ডিতের আলী । চিন্তাধারার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন চিন্তাবিদ হলো চৌধুরী রহমত।
পরিচয় : চৌধুরী রহমত আলী ছিলেন তরুণ চিন্তাবিদ রাজনীতিক। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন।
পাকিস্তান’ নামের উদ্ভাবক : ১৯৩৩ সালে চৌধুরী রহমত আলী ভারতের মুসলমানদের পৃথক আবাসভূমির নাম উদ্ভাবন করেন এবং তার উদ্ভাবিত নাম হলো পাকিস্তান। তিনি পাঞ্জাব, আফগান, সীমান্ত প্রদেশ, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান নিয়ে পাকিস্তান গঠনের পরিকল্পনা করেছেন এবং এ অঞ্চলগুলোর ভিত্তিতে পাকিস্তান নামে উদ্ভাবন করেছেন। তিনি এ পাঁচটি প্রদেশ থেকে প্রথম চারটি প্রদেশের নামের প্রথম ইংরেজি অক্ষর এবং শেষ প্রদেশের নামের শেষের তিনটি অক্ষর নিয়ে পাকিস্তান বা PAKISTAN শব্দটি উদ্ভাবন করেন। অর্থাৎ পাঞ্জাবের P, আফগানিস্তানের A, কাশ্মীরের K, সিন্ধুর S এবং শেষ প্রদেশ বেলুচিন্তানের TAN নিয়ে নির্মিত হয় PAKISTAN বা পাকিস্তান নাম । লাহোর প্রস্তাবে মুসলমানদের পৃথক আবাসভূমির দাবি ছিল তাই পরবর্তীতে এ প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার করা হয়। এরপর থেকে পাকিস্তান মানে মুসলমানদের পৃথক ভূমি হিসেবে ব্যবহৃত হতে থাকে। কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ পরবর্তীতে এ প্রস্তাব ও পরিকল্পনাকে সমর্থন করে এবং ভারতের মুসলমানদের প্রধান দাবিতে পরিণত করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতের মুসলিম চিন্তাবিদগণদের মধ্যে যারা মুসলমান স্বার্থের কথা চিন্তা করেছেন তাদের মধ্যে একজন দূরদর্শী চিন্তাবিদ হলেন চৌধুরী রহমত আলী। তখনকার সময় যা অন্য কেউ চিন্তা করতে ব্যর্থ হয় তা এ তরুণ সম্ভব করে দেখায়।