ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত)
(১) সুফীবাদের জনক কে?
উত্তর : হাসান আল বসরী (রহ.)।
(২) কাকে সর্বপ্রথম সুফী মনে করা হয়?
উত্তর : আবু ধার আল গিফারী।
(৩) সুফীবাদের প্রধান লক্ষ কী?
উত্তর : আল্লাহর সত্তার নিজেকে স্থায়ীভাবে বিলীন করা।
(৪) “আনাল হক” উক্তিটি কার?
উত্তর : মনসুর হালাজ (রহ.)-এর।
(৫) আলফে সানি কে ছিলেন?
উত্তর : ইসলামী চিন্তাবিদ।
(৬) মরমি অভিজ্ঞতা কী?
উত্তর : সুফি কথাটির একটি ধর্মীয় তাৎপর্য ও সীমিত ব্যবহার রয়েছে। এ দৃষ্টিকোণ হতে যারা ইসলাম ধর্মের অনুসারী সেসব সুফিকে মরমী অভিজ্ঞতা বলে ৷
(৭) ‘ফানা’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘ফানা’ অর্থ আত্মাবিনাশন।
(৮) ‘হুজ্জাতুল ইসলাম’ শব্দের অর্থ কী?
উত্তর : ইসলামের রক্ষক।
(৯) ‘তাহফাতুল ফালাসিকা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ইমাম গাজ্জালী (র.)।
(১০) আল-গাজ্জালির মতের আত্মার স্তর কয়টি?
উত্তর : আল-গাজ্জালির মতের আত্মার স্তর তিনটি। যথা- ১. নাফসে আম্মারা, ২. নাফসে লাওয়ামা এবং ৩. নাফসে মুতমায়েন ।
(১১) ‘তাওহিদ’ অর্থ কী?
উত্তর : ‘তাওহিদ’ অর্থ একাত্ববাদ।
(১২) ইকবালের মতে জ্ঞানের অনিবার্য উৎস কী?
উত্তর : ইকবালের মতে জ্ঞানের অনিবার্য উৎস অভিজ্ঞতা।
(১৩) সুফিবাদ কি?
উত্তর : এক কথায় বলা যায় যে, “উত্তম চরিত্রই সুফিবাদ’।
(১৪) সর্বপ্রথম সুফিবাদ প্রবর্তন করেন কে?
উত্তর : হাসান আল বসরী (রহ.)।
(১৫) ‘জিকির’ কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
(১৬) ‘ফানাফিল্লাহ’ কি?
উত্তর : তন্মায়তার চূড়ান্ত পর্যয়ে আল্লাহ ছাড়া সব কিছুতে বিস্মৃত হওয়া ও আত্মা চৈতনা হারিয়ে দেখার অবস্থাকেই বলা হয় ফানাফিল্লাহ।
(১৭) সুফি তারিকা কি?
উত্তর : সুফি তারিকা হলো সেই নিয়ামত যার উপরে বান্দার স্থায়িত্ব নির্ভরশীল।
(১৮) ‘ফালাসিফা’ অর্থ কি?
‘উত্তর : ফালাসিফা অর্থ হলো দার্শনিক।
(১৯) ইমাম গাজালীকে ‘গাজালী’ বলা হয় কে?
উত্তর : তাঁর জন্মপলির নামানুসারে তাঁকে গাজালি বলা হয়।
(২০) খাজা নিজাম উদ্দিন আউলিয়া প্রকৃত নাম কি?
উত্তর : সায়্যিদ মুহাম্মদ।
(২১) সুফিবাদের প্রধান লক্ষ্য কি?
উত্তর : প্রেম ও ভালোবাসার মধ্য দিয়ে ঐশী সত্তাকে অর্জন করা, ঐশী সত্তার সান্নিধ্য অর্জন করা।
(২২) শরীয়তের মূল ভিত্তি কী?
উত্তর : কুরআন ।
(২৩) কাকে সর্বপ্রথম সূফি মনে করা হয়?
উত্তর : প্রথম সুফি হিসেবে ইমাম হাসান আল বসরীকে মনে করা হয়।
(২৪) ‘সুলতানুল হিন্দ’ কাকে বলা হয়?
উত্তর : আল গাজ্জালী।
(২৫) দুইজন সূফি দার্শনিকের নাম লিখ।
উত্তর : দুইজন সূফি দার্শনিক হলেন হাসান আল বসরী (রহ) এবং জুনায়েদ আল-বোগদোদী (র.)।
(২৬) ‘তওবা’ শব্দের অর্থ কী?
উত্তর : অনুশোচনা, অনুতাপ, প্রত্যাবর্তন, ক্ষমা ইত্যাদি।
(২৭) আল-গাজালির মতে জ্ঞানের প্রকৃত উৎস কি?
উত্তর : প্রত্যাদেশ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। ‘তওবা’ বলতে কী বুঝ? ১০০%
২। সুফীবাদ ও গোঁড়া মুসলমানদের মধ্যে পার্থক্য কী? ১০০%
৩। কাদেরিয়া ও চিশতিয়া তরিকার মধ্যে পার্থক্য কী? ১০০%
৪। ফানা ও বাকা কি? ফানা ও বাকার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। মনসুর হালাজ ও হযরত হাসান আল বাসরী (রহঃ) কে ছিলেন? ১০০%
৬। জামাল উদ্দিন আফগানীর রাজনৈতিক দর্শন কী? ১০০%
৭। ইমাম গাজ্জালিকে (রহঃ) “হুজ্জাতুল ইসলাম” বলা হয় কেন? ১০০%
৮। বাংলাদেশের সংস্কৃতিতে সূফীবাদের প্রভাব আলোচনা কর। ১০০%
৯। সূফীবাদ ও বিশ্বশান্তি আলোচনা কর। ১০০%
১০। সুফীদর্শনের স্বরূপ আলোচনা কর। ১০০%
১১। কিয়াস কী? সংক্ষেপে ব্যাখ্যা কর। ৯৯%
১২। সুফিদের বিভিন্ন স্তরসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৩। সুফিবাদ কী? সুফিবাদের লক্ষ্য কী? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সূফী কারা? সূফী পথ পরিক্রমা আলোচনা কর। ১০০%
২। আলামা ইকবাল কিভাবে বৈজ্ঞানিক জ্ঞান ও মরমী অভিজ্ঞতার মধ্যে সমন্বয় করেন? তুমি কি তাঁর সাথে একমত? ১০০%
৩। হযরত হাসান আল- বসরী (রঃ) এর জীবন ও দর্শন আলোচনা কর। ১০০%
৪। সূফীবাদে আল –গাজালির অবদান সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৫। ভারতীয় উপ-মহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে মাইনুদ্দিন চিশতি এর অবদান আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে ইসলাম প্রচারে সূফীদের অবদান আলোচনা কর। ১০০%
৭। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সূফীবাদের ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। হযরত শাহ আমানত (রঃ) জীবনী ও শিক্ষাসমূহ আলোচনা কর। ১০০%
৯। সুফি কারা? সুফিবাদের উতপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ৯৯%
১০। গাজালী কিভাবে দার্শনিক সমস্যাবলি আলোচনা করে মরমীবাদে উপনীত হয়েছিলেন তা বর্ণনা কর। ৯৯%
১১। গীবত কী? গীবত থেকে বেচেঁ থাকার উপায় কী কী? বিস্তারিত আলোচনা কর। ৯৯%
১২। ইসলাম কি সন্ত্রাসবাদ সমর্থন করে? শরিয়াতের আলোকে ব্যাখ্যা কর। ৯৯%
১৩। পরলোক কী? পরলোক সম্পর্কে সুফিবাদের ধারণা কি? ৯৮%