ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত)
(১) আল-গাজালির পূর্ণ নাম কী?
উত্তর : তাঁর প্রকৃত নাম আবু হামিদ মুহাম্মদ ইবনে তাউস আহম্মদ আল তুসী আল শাফী আল নিশাপুরী।
(২) ‘হুজ্জাতুল ইসলাম’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘হুজ্জাতুল ইসলাম’ এর অর্থ ইসলামের রক্ষক।
(৩) ‘তাহফাতুল ফালাসিকা’- এর অর্থ কী?
উত্তর : দার্শনিক বিনাশন।
(৪) মুতাকালিম কারা?
উত্তর : কালাম শাস্ত্রবিদদের মুতাকালিম বলা হয়।
(৫) সুফিবাদ কী?
উত্তর : উত্তম চরিত্রই সুফিবাদ।
(৬) গাজালির মতে আত্মার স্তর কয়টি?
উত্তর : গাজালির মতে, মানুষের আত্মার স্তর তিনটি। যথা :-১. নাফ্সে আম্মারা, ২. নাসে লাওয়ামা এবং ৩. নফসে মুতমায়েনা।
(৭) কিয়াস বলতে কী বুঝ?
উত্তর : শরিয়তের পরিভাষায় কিয়াস হলো উদ্ভুত হুকুমের মধ্যে শাখাকে মূলের সঙ্গে তুলনা করা।
(৮) আল-গাজালির মতে জ্ঞানের প্রকৃত উৎস কী?
উত্তর : গাজালির মতে জ্ঞানের উৎস প্রধানত দুইটি। যথা :-১. ইন্দ্রিয় প্রত্যক্ষণ ও ২. বিচারবুদ্ধি।
(৯) এরিস্টটলের দর্শনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার কে ছিলেন?
উত্তর : এরিস্টটলের ভাষ্যকার ছিলেন ইবনে রুশদ।
(১০) ‘কুলিয়াত ফিল-তিব্ব’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘কুলিয়াত্ ফিল-তিব্ব’-গ্রন্থের রচয়িতা ইবনে রুশদ।
(১১) ইবনে রুশদ কিসের মধ্যে সমন্বয় সাধন করেন?
উত্তর : ইবনে রুশদ ধর্ম ও দর্শনের মধ্যে সমন্বয়সাধন করেন।
(১২) “বসম্ভ রোগ কারো দুইবার হয় না”- উক্তিটি কার?
উত্তর : এ অভিমতটি ইবনে রুশদের।
(১৩) মুসলিম জাতির শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ কে?
উত্তর : ইমাম আল গাজালি
(১৪) ‘তাহাফাতুল-ফালাসিফা’ এর অর্থ কি?
উত্তর : দার্শনিক বিনাশন।
(১৫) গাজালা শব্দের অর্থ কি?
উত্তর : ‘গাজ্জাল’ শব্দের অর্থ হলো পশম !
(১৬) আল-গাজালি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ইমাম গাজালি তৎকালীন ইরানের খোরাসান প্রদেশের তুস নগরে জন্মগ্রহণ করেন।
(১৭) ইবনে রুশদ ইউরোপে কি নামে প্রসিদ্ধ ছিলেন?
উত্তর : এ্যাভেরোজ।
(১৮) ‘ফালাসিফা’ অর্থ কী?
উত্তর : ফালাসিফা শব্দের অর্থ হলো দার্শনিক।
(১৯) ইমাম গাজালিকে ‘গাজালি’ বলা হয় কেন?
উত্তর : তাঁর জন্ম পল্লির নামানুসারে তাঁকে গাজালি বলা হয়।
(২০) আল-গাজালির মতে বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে?
উত্তর : আল গাজালির মতে সৃষ্টিকর্তার পরিকল্পনা মাফিক জগত সৃষ্টি হয়েছে।
(২১) ইবনে রুশদ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১১২৬ খ্রিস্টাব্দে ৫২০ হিজরিতে জন্মগ্রহণ করেন।
(২২) বুদ্ধির কাজ কী?
উত্তর : বুদ্ধির কাজ হলো প্রত্যাদেশ ও বিশ্বাসের যৌক্তিক ভিত্তি প্রতিষ্ঠা করা।
(২৩) গাজালির মতে মানবাত্মা কী?
উত্তর : আল গাজালির মতে, মানবত্মা একটি আধ্যাত্মাক পদার্থ কিন্তু স্বয়ং বর্তমান পদার্থ নয়।
(২৪) ‘হুজ্জাতুল ইসলাম’ কার উপাধি?
উত্তর : ইমাম গাজালিকে ‘হুজ্জাতুল ইসলাম’ বলে অভিহিত করা হয়।
(২৫) ‘Thya Ulum ad-Din’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আল গাজালি ।
(২৬) কে ধর্মের সাথে দর্শনের সমন্বয় সাধন করেন?
উত্তর : ইবনে রুশদ।
(২৭) ‘তাফাতুল ফালাসিফা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ইমাম গাজালি (র)।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। আল – গাজ্জালির সৃষ্টিতত্ত্ব বলতে কি বুঝ? ১০০%
২। আল-গাজালির দার্শনিক পদ্ধতি ব্যাখ্যা কর। ১০০%
৩। কার্যকরণ নিয়ম সম্পর্কে আল-গাজালি ও ডেভিড হিউমের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৪। আত্মা সম্পর্কে আল-গাজালির মত আলোচনা কর। ১০০%
৫। আলাহর গুণাবলি সম্পর্কে ইবনে রুশদের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৬। সত্তা সম্পর্কে ইবনে রুশদের মত সংক্ষেপে লিখ। ১০০%
৭। দৈহিক পুনরুত্থানের সম্ভাবনা সম্পর্কে ইবনে রুশদ এর মত লিখ। ১০০%
৮। সুফিবাদে আল- গাজালির অবদান সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৯। ইবনে রুশদ কেন গাজালির বিরোধিতা করেন? ৯৯%
১০। আল – গাজ্জালির জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১১। ইবনে রুশদ কিভাবে ধর্ম ও দর্শনের মধ্যে সমন্বয় সাধন করেন? ৯৯%
১২। ইবনে রুশদের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১৩। গাজ্জালি এবং ডেকার্টের সংশয়বাদের পার্থক্য দেখাও। ৯৯%
১৪। গাজ্জালির নির্গমনতত্ত্ব কী? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। জগতের নিত্যতা বা অনাদি তত্ত্ব সম্পর্কে গাজালি কি বলেছেন? ব্যাখ্যা কর। ১০০%
২। আলাহর অস্তিত্ব প্রমাণে দার্শনিকদের যুক্তির সাথে আল-গাৰ্জালি ভিন্নমত পোষণ করেন কেন? ব্যাখ্যা কর।
৩। আলাহর গুণাবলি সম্পর্কে দার্শনিকদের অভিমত ও এ প্রসঙ্গে আল-গাজালির বক্তব্য ব্যাখ্যা কর। ১০০%
৪। সমালোচনাসহ আল-গাজালির নির্গমন তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৫। দার্শনিকদের বিরুদ্ধে আল-গাজালির যুক্তিগুলো ইবনে রুশদ কিভাবে সমালোচনা করেন? তার ‘তাহাফুত-আল-তাহাফুত অনুসরণে উত্তর দাও। ১০০%
৬। দৈহিক পুনরুত্থান সম্পর্কিত সমস্যাগুলো ইবনে রুশদ কিভাবে সমাধানের চেষ্টা করেন? ১০০%
৭। জ্ঞানতত্ত্বে ইবনে রুশদ-এর অবদান আলোচনা কর। ১০০%
৮। মুসলিম দর্শনে ইবনে রুশদের গুরুত্ব ও প্রভাব বর্ণনা কর।
৯। আল্লাহর অস্তিত্বের সপক্ষে ইবনে রুশদের মতামত/যুক্তিগুলি ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ৯৯%
১০। আল – গাজ্জালির জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ৯৯%
১১। দৈহিক পুনরুত্থান সম্পর্কে আল গাজ্জালির মত ব্যাখ্যা কর। ৯৯%
১২। আল গাজ্জালির সৃষ্টিতত্ব কি? আল গাজ্জালির সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা কর। ৯৯%