অথবা, প্রাচীন হরিকেল জনপদ সম্পর্কে একটি টীকা লিখ।
উত্তর! ভূমিকা : প্রাচীন বাংলায় জনপদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বর্তমানে বাংলাদেশ বলতে আমরা যে ভূখণ্ডকে বুঝি, প্রাচীন যুগে এসব অঞ্চলের কোনো বিশেষ নাম ছিল না। তখন ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নামে ও খণ্ডে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে হরিকেল ছিল অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ।
হরিকেল জনপদের নামকরণ : প্রাচীন বাংলার জনপদগুলোর অন্যতম একটি হলো হরিকেল। সপ্তম শতকের গ্রন্থাকারগণ হরিকেল জনপদের উল্লেখ করেছেন। চীনা পর্যটক ইৎসিং এর বর্ণনায় ও বৌদ্ধ গ্রন্থ ‘আর্যমঞ্জুশ্রীমূলকল্প’ গ্রন্থে হরিকেল জনপদের বিষয়ে লিপিবদ্ধ আছে। চট্টগ্রামে প্রাপ্ত নবম শতকের কান্তিদেবের তাম্রলিপিতে হরিকেল জনপদের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীকালে বংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের পরিচয় পাওয়া যায় ।
হরিকেল জনপদ : প্রাচীন বাংলার একটি সুপ্রাচীন জনপদ হলো হরিকেল। কান্তিদেবের চট্টগ্রামে প্রাপ্ত তাম্রলিপিতে নবম শতকে হরিকেল জনপদের নাম পাওয়া যায়। চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের নাম উল্লেখ আছে। আনুমানিক অষ্টম শতাব্দীতে রচিত ‘আর্যমঞ্জুশ্রীমূলকল্প’ গ্রন্থে ‘বঙ্গ’, ‘সমতট’ এবং ‘হরিকেল’ নাম পাওয়া যায়। হরিকেল নামাঙ্কিত মুদ্রায়ও (চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেটকে) এ জনপদের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে হরিকেল ছিল অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ । বিভিন্ন প্রাচীন রাজবংশ প্রাচীন এ জনপদের উপর আধিপত্য বিস্তার ও শাসনব্যবস্থা কায়েম করেছিল।