অথবা, সমতট জনপদের বিবরণ দাও।
অথবা, সমতট জনপদ সম্পর্কে টীকা লিখ।
উত্তর৷ ভূমিকা : প্রাচীন বাংলায় জনপদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বর্তমানে বাংলাদেশ বলতে আমরা যে ভূখণ্ডকে বুঝি, প্রাচীন যুগে এসব অঞ্চলের কোনো বিশেষ নাম ছিল না। তখন ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নামে ও খণ্ডে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে সমতট ছিল অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ।
সমতট : বাংলায় একটি অতি পরিচিত জনপদ হলো সমতট। এটি বাংলায় দক্ষিণ-পূর্বে অবস্থিত বলে ধারণা করা হয়। কালিদাসের রঘুবংশ কাব্যের নায়ক সমুদ্রগুপ্ত এ অঞ্চলের শাসক ছিলেন বলে মনে করা হয়। সপ্তম শতাব্দীতে ইৎসিং এর বর্ণনায়ও সমতট এর উল্লেখ আছে। মেঘনার পরবর্তী অঞ্চলকে সমতট এর অন্তর্ভুক্ত বলে ধারণা করা হয়। এছাড়া চন্দ্রদেবের লিপিতে দেব পর্বত ও সমতট এর উল্লেখ পাওয়া যায়। সমতট অঞ্চল ছিল আর্দ্র নিম্নভূমি এবং এর অবস্থান চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং সমতট ভ্রমণ করেন। তার মতে, ছিল কামরূপের দক্ষিণে। অর্থাৎ গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। সপ্তম শতকে
সমতটের রাজধানী ছিল কুমিল্লা জেলার বড়কামতা এলাকায়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সমতট ছিল একটি গুরুত্বপূর্ণ জনপদ। বিভিন্ন রাজবংশ এ জনপদের উপর শাসন প্রতিষ্ঠা করেছে বিভিন্ন সময়ে।