জলবায়ুগত অবস্থা বর্ণনা কর।

অথবা, বাংলার জলবায়ু কেমন? সংক্ষেপে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
অবস্থানগত কারণে বাংলার জলবায়ু স্বতন্ত্র বৈশিষ্ট্য সমৃদ্ধ। প্রাচীন বাংলার জনমানসে এর বহুমুখী প্রভাব পরিলক্ষিত হয়। প্রাচীন বিভিন্ন উৎসে বাংলার জলবায়ুর তথ্য পাওয়া যায়। বাংলার অবস্থানগত কারণে বাংলা মৌসুমি জলবায়ুর অন্তর্গত একটি অঞ্চল। নিচে বাংলার জলৰায়ু সম্পর্কে আলোকপাত করা হলো।
বাংলার জলবায়ুর অবস্থা : বাংলা অঞ্চলের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে বলে এ অঞ্চলের আবহাওয়া মৃদু ও নাতিশীতোষ্ণ। এখানে মৌসুমি বায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলার বায়ুমণ্ডল এ কারণে আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ থাকে। কালবৈশাখী, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও জলোচ্ছ্বাস প্রায়ই এখানে প্রলয় ডেকে নিয়ে আসে। দিলীপ চক্রবর্তী সাইক্লোনকে বাংলার জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, এখানে তথা বাংলার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমাংশে ৬০ ইঞ্চি এবং উত্তরাঞ্চলে বিশেষকরে সিলেটে ২০০ ইঞ্চি। সাধারণভাবে জুন থেকে অক্টোবর পর্যন্ত এখানে বর্ষাকাল থাকে। শুকনো মওসুমে তাপমাত্রা উঠানামা করে। শীতকালে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসে এবং গ্রীষ্মকালে কখনো কখনো ৪০ ডিগ্রি সেলসিয়াস ছেড়ে যায়। মৌসুমি বায়ু বাংলার অবস্থানের কারণেই এ অঞ্চলকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করে। জুন মাসের শুরুতে বঙ্গোপসাগর হতে আগত উষ্ণ ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের পাহাড়িয়া এলাকা তথা হিমালয়ে বাধাগ্রস্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের সময় প্রায়ই নিম্নচাপ বা ঘূর্ণবাতের বা সাইক্লোনের সংযোগ থাকে। এছাড়া প্রতিবছর বাংলার উপর দিয়ে কালবৈশাখির ঝড় বয়ে যায়। বাংলার প্রাচীন এ জলবায়ুর পরিচয় পাওয়া যায় শ্রীধর দাসের ‘সুদুক্তিকৰ্ণামৃত’ গ্রন্থে। এছাড়া ধোয়ীর ‘পবনদূত’ এবং হিউয়েন সাঙয়ের বিবরণে বাংলার জলবায়ুগত অবস্থার বর্ণনা পাওয়া যায়। মধ্যযুগে আবুল ফজলের লেখায় বাংলার জলবায়ুর সুন্দর বিবরণ পাওয়া যায়। এছাড়া চোল বংশের রাজেন্দ্র চোলের ‘তিরমুলাই’ লিপিতে বাংলার অবিরাম বৃষ্টিপাতের কথা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে- “Bangladesh where the rain never stopped”.
উপসংহার : পরিশেষে বলা যায় যে, এভাবে প্রাচীনকাল থেকে বাংলার জলবায়ু সম্পর্কীয় বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এটা মৌসুমি, জলবায়ুর অন্তর্গত হওয়ায় এখানে না তিশীতোষ্ণ আবহাওয়া থাকে এবং অবস্থানগত কারণ বাংলায় প্রচুর বৃষ্টিপাত হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-2/