অথবা, শহর সমাজসেবা কর্মসূচি কী?
অথবা, শহর সমাজসেবা কর্মসূচি কাকে বলে?
অথবা, শহর সমাজসেবা কর্মসূচির সংজ্ঞা দাও।
অথবা, শহর সমাজসেবা কর্মসূচি বলতে কী বুঝ?
উত্তর৷। ভূমিকা : দ্রুত, শহরায়ন ও শিল্পায়নের সম্প্রসারণের ফলে গ্রামের অসংখ্য মানুষ জীবিকার অন্বেষণে শহরে ভিড় জমায়। ফলে এদেশে শহরের জনসংখ্যাও বাড়তে থাকে। ১৯০১ সালে এদেশে যেখানে নগরের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার ২.৪৩%, সেখানে ১৯৫১ সালে তা দাঁড়ায় ৪.৩৪% এবং নগর জনসংখ্যার পরিমাণ দাঁড়ায় ১৮,২০,০০০ জন। ১৯৬১ সালে নগর জনসংখ্যার হার বৃদ্ধি পেয়ে ৫.১৯%-এ দাঁড়ায় এবং নগর জনসংখ্যার পরিমাণ ২৬,৪১,০০০ জনে পৌঁছে। বর্তমানে (২০১৪ সাল) নগর জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ২৫%। শহরের জনসংখ্যবৃদ্ধির সাথে সাথে
অনেক সমস্যারও সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলার জন্য বাংলােেদশে ১৯৫৫ সালে পরীক্ষামূলকভাবে ‘শহর সমাজসেবা কার্যক্রম শুরু হয়।
শহর সমাজসেবা কর্মসূচির ধারণা : শহর সমাজসেবা শহর সম্প্রদায়ভিত্তিক এক সমন্বিত আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যা শহরের অপেক্ষাকৃত দুর্বল, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গৃহীত হয়। এর মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার ও পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা যায়। একে অনেকে শহর সমষ্টি উন্নয়ন কর্মসূচিও বলে থাকে।
Dr. Milton S. Rosner 4, “Urban community development in its essence is an attempt to initiate needed social and economic facilities and services through the collaborative effort of trained government staff, with its resources and services and the people of local communities in
towns and cities.”
অন্যদিকে Md. Nurul Islam (1993 : 68-69) এর এক সংজ্ঞায় বলা হয়েছে, “The urban social service (USS) is the only one programme based on social work method to encounter socio-economic problems of urban areas. The USS programme emphasizes on physical development as wall as.human resource development. It is the participatory programme between the people and the government and also a moment for the welfare of urban low income group.”
উপসংহার : সবশেষে আমরা বলতে পারি, শহরের অনুন্নত, অসহায় ও দরিদ্র শ্রেণির লোকদের আর্থসামাজিক, মনোদৈহিক, সাংস্কৃতিক ইত্যাদির উন্নয়নের লক্ষ্যে একটি সমষ্টি উন্নয়নমূলক কর্মসূচি হলো শহর সমাজসেবা।