তত্ত্বাবধানের উপায় বা মাধ্যমসমূহ কী কী?

অথবা, তত্ত্বাবধানের উপায়সমূহ কী কী?
অথবা, তত্ত্বাবধানের মাধ্যমগুলো উল্লেখ কর।
উত্তর।৷ ভূমিকা :
কোন এজেন্সির লক্ষ্যার্জনের জন্য তত্ত্বাবধান একান্ত প্রয়োজন। কেননা, তত্ত্বাবধান ছাড়া অধীনস্থদের কাছ থেকে কোন কার্যকরী ভূমিকা প্রত্যাশা করা যায় না। তাই তত্ত্বাবধান এর ক্ষেত্রে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়।
তত্ত্বাবধানের উপায় বা মাধ্যমসমূহ: D. Paul Chowdhury তত্ত্বাবধানের যেসব উপায়ের কথা বলেছেন
তা নিম্নে উল্লেখ করা হলো :
১. কর্মীর কর্মক্ষেত্র ও কাজ পরিদর্শন;
২. কর্মীর সাথে ব্যক্তিগত সাক্ষাৎকার;
৩. কর্ম পর্যবেক্ষণ ও নির্দেশনা দান;
৪. কর্মীদের সাথে নিয়মিত আলোচনা সভা ও সম্মেলন;
৫. বন্ধুভাবাপন্ন সহকর্মীর ভূমিকায় সহায়তা দান;
৬. কর্ম পরিবেশ কর্মী কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও কথোপকথন;
৭. নিয়মিত কর্ম প্রতিবেদন গ্রহণ এবং অনুধাবন;
৮. শিক্ষক বা উপদেশ দাতার ভূমিকায় তত্ত্বাবধান;
৯. পরামর্শদাতা হিসেবে সাহায্য করা;
১০. কর্মে বৈষয়িক-অবৈষয়িক সন্তুষ্টি বিধান ও পুরস্কৃতকরণ।
উপসংহার : উপর্যুক্ত উপায়ে তত্ত্বাবধান কাজ সম্পাদিত হয়। এক্ষেত্রে তত্ত্বাবধায়ককে কৌশলী হতে হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/