অথবা, মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধান কী?
অথবা, মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধানের সংজ্ঞা দাও।
অথবা, মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধান কাকে বলে?
অথবা, মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধান ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর৷৷ ভূমিকা : সাধারণত তত্ত্বাবধান হচ্ছে কোন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃক অধীনস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদের নির্ধারিত কার্যক্রম তদারকি করা, যা এজেন্সির উদ্দেশ্য অর্জনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটি এমন একটি শিক্ষামূলক ও সক্ষমকারী প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মীকে তার দায়িত্ব পালনে অধিকতর সক্ষম ও দায়িত্বশীল করে তোলা সম্ভব।
মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধান : মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধান হচ্ছে কোন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষানবিস সমাজকর্মীদের নির্ধারিত কার্যক্রম তদারকি করা, যা এজেন্সির উদ্দেশ্য অর্জনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে । এটি শিক্ষানবিস সমাজকর্মীদের জন্য এমন একটি শিক্ষামূলক ও সক্ষমকারী প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মীকে তার দায়িত্ব পালনে অধিকতর সক্ষম ও দায়িত্বশীল করে তোলা যায়।
মোঃ শহিদুল ইসলাম বলেন, “মাঠকর্ম অনুশীলনে তত্ত্বাবধান হচ্ছে শিক্ষানবিস সমাজকর্মীর কার্যাবলি তদারকি যা এজেন্সি তত্ত্বাবধায়ক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় তত্ত্বাবধায়কের অধীনে যৌথভাবে সম্পাদিত হয় ।”
M.A. Momen –এর মতে “It is teaching activity through which supervisor helps the students
to grow & develop professionally to gain knowledge & understanding to achieve the competence of relating social welfare theory & primaries to practice & to ante responsibility for effective service to the people.”
শেখর নারায়ণ – এর মতে “একজন মাঠকর্ম প্রশিক্ষণার্থী কোন প্রতিষ্ঠানে কাজ করতে যে সমস্যার সম্মুখীন হয় তা সমাধান করা ; প্রতিষ্ঠানে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, আদর্শ প্রয়োগ এবং তার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের জ্ঞান,দক্ষতা, মূল্যবোধ আয়ত্ত করার জন্য এজেন্সি তত্ত্বাবধায়ক ও সমাজকর্মে বিভাগের একজন পেশাদার কর্মীর তদারকই হলো মাঠকর্মে তত্ত্বাবধান ।”
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, মাঠকর্ম তত্ত্বাবধান বা সমাজকর্মে ব্যবহারিক প্রশিক্ষণ মূলত এজেন্সি কর্মকর্তা ও পেশাদার সমাজকর্মীর যৌথ প্রচেষ্টায় একজন মাঠকর্ম প্রশিক্ষণার্থীর জন্য একটি শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী ভবিষ্যতে একজন সমাজকর্মী হিসেবে গড়ে উঠতে পারে।