অথবা, পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের তহবিল কিভাবে গঠিত হয়?
অথবা, পার্বত্য জেলা পরিষদের আয়ের উৎসগুলাে কী কী।
অথবা, পার্বত্য জেলা পরিষদের আয়ের উৎস সম্পর্কে যা জান লিখ।
অথবা, পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের তহবিল গঠন প্রক্রিয়া উল্লেখ কর।
অথবা, পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের আয়ের উৎসের বর্ণনা দাও।
ভূমিকা : পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদ আইন অনুযায়ী রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়। উপজাতি অধ্যুষিত অনগ্রসর এই অঞ্চলের সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিতকরণের স্বার্থে এ স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়।
পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের আয়ের উৎস : তিনটি পার্বত্য জেলার স্ব স্ব নামে একটি করে তহবিল থাকবে। উক্ত তহবিলে নিম্নোক্ত উৎস হতে যে অর্থ আয় হবে বিধি মােতাবেক সরকারি ট্রেজারি বা ব্যাংকে তা জমা রাখতে হবে। পরিষদের তহবিল হতে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, উন্নয়ন খাত ও প্রতিশ্রুত খাতে ব্যয় করতে হবে । পরিষদের তহবিলে যে সকল উৎস থেকে আয় হবে সেগুলাে হচ্ছে-
১. পূর্বতন জেলা কাউন্সিলের উদ্বৃত্ত তহবিল।
২. পরিষদ কর্তৃক ধার্যকৃত সকল ট্যাক্স, রেটস, টোল, ফি এবং অন্যান্য বিষয়ের উপর আরােপিত কর ।
৩. পরিষদ কর্তৃক বিনিয়ােগকৃত বিষয় হতে খাজনা, মুনাফা।
৪. সুরকার বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দান, অনুদান।
৫. কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির দান, অনুদান।
৬. পরিষদের সম্পত্তি হতে আয় ।
৭. পরিষদ কর্তৃক অন্যান্য যে কোনাে আদায়কৃত
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপযুক্ত আয়ের উৎস ছাড়াও সরকারি নির্দেশে পরিষদের আয়ের জন্য যে সকল উৎস পরিষদের হাত ন্যস্ত করা হবে সেগুলাে হতে আদায়কৃত অর্থ পরিষদের তহবিলে জমা হবে।