[ad_1]
(ক – বিভাগ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী ?
উত্তর : অর্থনীতির কাঠামোগত কোন পরিবর্তন ছাড়াই যে কোন একটি খাতের উল্লেখযোগ্য পরিবর্তন , জনসংখ্যা বৃদ্ধি , কারিগরি দক্ষতা বৃদ্ধি ইত্যাদি কারণে যদি কোন দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় তবে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে । প্রবৃদ্ধি দ্বারা পরিমাণগত পরিবর্তন নির্দেশ করা হয় । প্রবৃদ্ধি পরিমাপ সাধারণত এক বছরের জন্য করা হয় ।
২. অর্থনৈতিক উন্নয়ন কী ?
উত্তর : দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে একটি দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের বৃদ্ধির সাথে সাথে দেশের আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন , জনগণের দৃষ্টিভঙ্গির অনুকূল পরিবর্তন এবং নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার ও উৎপাদনের ক্ষেত্রে তার প্রয়োগ ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন করা হয় । অর্থনৈতিক উন্নয়ন একটি গুণগত পরিবর্তন নির্দেশ করে এবং এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া ।
৩. অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দেশের অর্থনীতির কিরূপ পরিবর্তন নির্দেশ করে ?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দেশের অর্থনীতির পরিমাণগত পরিবর্তন নির্দেশ করে ।
৪. অর্থনৈতিক উন্নয়ন একটি দেশের অর্থনীতির কিরূপ পরিবর্তন নির্দেশ করে ?
উত্তর : অর্থনৈতিক উন্নয়ন একটি দেশের অর্থনীতির গুণগত পরিবর্তন নির্দেশ করে ।
৫. অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচকগুলো কী কী ?
উত্তর : অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচকগুলো হলো-
উত্তর :
i. জাতীয় আয় ;
ii . মাথাপিছু আয়
iii . নীট অর্থনৈতিক কল্যাণ ;
iv . মানব উন্নয়নসূচক :
৬. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কী কী ?
উত্তর : অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো হলো ।
ক . অর্থনৈতিক পূর্বশর্ত ।
i. পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ :
ii . দক্ষ মানব সম্পদ :
iii . মূলধনের পর্যাপ্ততা ,
iv . দক্ষ উদ্যোক্তা শ্ৰেণী :
v . আর্থসামাজিক অবকাঠামো
vi . উন্নত প্রযুক্তি ও কারিগরি কৌশল ,
vii . বিস্তৃত বাজার ,
viii . পর্যাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিতি ।
খ . অ – অর্থনৈতিক পূর্বশর্ত ।
i. জনগণের অনুকূল দৃষ্টিভঙ্গি ;
ii . সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান ;
iii . রাজনৈতিক স্থিতিশীলতা I
৭. অনুন্নত দেশ বলতে কী বুঝ ?
উত্তর : উন্নত দেশগুলোর তুলনায় যেসব দেশের জনগণের মাথাপিছু আয় খুব কম , জীবনযাত্রার মান অনেক নিচু এবং উন্নয়নের সম্ভাবনা সত্ত্বেও প্রকৃত অর্থে কোন উন্নয়ন সাধিত হয় নি সেসব দেশকে অনুন্নত দেশ বলে ।
৮. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ ?
উত্তর : যেসব দেশ উন্নয়নের জন্য এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সচেষ্ট রয়েছে , ক্রমেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং ভবিষ্যতে উন্নয়নের আরো সম্ভাবনা আছে সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয় ।
৯. স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝ ?
উত্তর : ঐ সমস্ত দেশকে স্বল্পোন্নত দেশ বলা হয় , যেসব দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বাড়লেও উন্নত দেশের তুলনায় কম এবং উন্নত দেশগুলোর মতো উন্নয়ন না হলেও বেশ কিছুটা অগ্রসর হয়েছে ।
১০. উন্নত দেশ বলতে কী বুঝ ?
উত্তর : যেসব দেশের জনগণের মাথাপিছু আয় খুব বেশি , জীবনযাত্রার মান খুব উঁচু এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের ও প্রযুক্তিবিদ্যার অব্যাহত বিকাশ ঘটে এবং উৎপাদন ব্যবস্থা প্রতিনিয়তই উন্নততর হয় সেসব দেশকে উন্নত দেশ বলা হয় ।
[ad_2]