[ad_1]
✍️EPZ গুলোর নাম লিখ ?
উত্তর : দেশের ৮ টি EPZ হলো :
১) চট্টগ্রাম ইপিজেট ,
২) ঢাকা ইপিজেড ,
৩) কুমিল্লা ইপিজেড ,
৪) মংলা ইপিজেড ,
৫) উত্তরা ইপিজেড ,
৬) ঈশ্বরদী ইপিজেড ,
৭) আদমজী ইপিজেড ,
8) কর্ণফুলী ইপিজেড ।
✍️ বি.এস.ইসি’র অন্যতম দুটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের নাম লিখ ।
উত্তর : বিএসইসির অন্যতম দুটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে –
১. প্রগতি ইন্ডাট্রিজ এবং
২. চট্টগ্রাম ড্রাইডক ইঞ্জিনিয়ারিং লিঃ ।
✍️ প্রগতি ইন্ডাস্ট্রিজ কী কী দ্রব্য বাজারজাত করে থাকে ?
. উত্তর : ১৮ . প্রগতি ইন্ডাস্ট্রিজ প্রধানত বাস , জীপ , ট্রাক ইত্যাদি গাড়ি সংযোজন করে বাজারজাত করে থাকে ।
✍️বিটিএমসির নিয়ন্ত্রণে মোট কতটি মিল চালু আছে ?
উত্তর : বিটিএমসির নিয়ন্ত্রণে মোট ১৯ টি মিল চালু আছে ।
✍️বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতের পাটকলগুলো কোন ধরনের শিল্প ?
উত্তর : রাষ্ট্রায়ত্ত খাতের পাটকলগুলো সর্ববৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র এবং রপ্তানিমূল্যের ১০০ % Repatriation ভিত্তিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প ।
✍️বিজেএমসির পাটকলগুলো প্রধানত কী কী দ্রব্য উৎপাদন করে থাকে ?
উত্তর : বিজেএমসির মিলসমূহে প্রধানত হেসিয়ান , স্যাকিং , কার্পেট স্যাকিং ক্লথ উৎপাদন করে । এছাড়া কয়েকটি পাটকলে উন্নতমানের রপ্তানিযোগ্য পাটের সুতা , জিতজুট , কটন ব্যাগিং নার্সারি পাট্ট ফাইল কভার ইত্যাদি উৎপাদন করে ।
✍️সরকারের হাতে সংরক্ষিত প্রতিষ্ঠানের সংস্কারের প্রধান উপাদানগুলো কী কী ?
উত্তর : i . পণ্য বাজারে প্রতিযোগিতা
ii . বাজার পরিস্থিতির প্রতি সাড়া দানের ক্ষেত্রে স্বাধীনতা
iii . প্রতিযোগিতামূলক মজুরি ও কর্মসংস্থান
iv . বাজারমুখী অর্থায়ন
v . বিপন্ন প্রক্রিয়াকে শক্তিশালীকরণ
vi . প্রতিষ্ঠানকে লাভজনকভাবে পরিচালনা ।
✍️বর্তমানে আমাদের দেশে EPZ এর সংখ্যা কয়টি ?
উত্তর : বর্তমানে আমাদের দেশে EPZ এর সংখ্যা ৮ টি ।
✍️ কিভাবে সার্বিক অর্থনীতিতে উন্নয়ন ঘটানো সম্ভব ।
উত্তর : শিল্পখাতে পরিকল্পিত বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ।
✍️দেশের মোট কর্মসংস্থানে শিল্পখাতের অবদান কত শতাংশ ?
উত্তর : দেশের মোট কর্মসংস্থানে শিল্পখাতের অবদান ১৬ শতাংশ ।
✍️Quantum Index of Production বা উৎপাদনসূচক দ্বারা কী পরিমাপ করা হয় ?
উত্তর : শিল্পের পণ্য উৎপাদন ।
✍️বিসিক কী ?
উত্তর : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ।
✍️বিসিক কী দায়িত্ব পালন করে ?
উত্তর : বেসরকারি পর্যায়ে শিল্পের বিকাশ ও উন্নয়নে দায়িত্ব পালন করছে ।
✍️বর্তমানে সারা দেশে বিসিকের কতটি শিল্প নগরী রয়েছে ?
উত্তর : বর্তমানে সারা দেশে বিসিকের ৭৪ টি শিল্প নগরী রয়েছে ।
✍️ রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠানের নাম কী ?
উত্তর : রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠানের নাম বিসিআইসি । সরকারের হাতে সংরক্ষিত প্রতিষ্ঠান সংস্কারের উপাদান বাজারমুখী অর্থায়ন ।
✍️প্রতিষ্ঠানকে লাভজনকভাবে পরিচালনা কী ?
উত্তর : সরকারের হাতে সংরক্ষিত প্রতিষ্ঠান সংস্কারের উপাদান ।
✍️EPZ এর পূর্ণরূপ কী ?
উত্তর : Export Processing Zone .
✍️২ টি EPZ এর নাম লিখ ?
উত্তর : i . চট্টগ্রাম ও মংলা ।
✍️বর্তমানে EPZ সমূহে কতটি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনরত আছে ?
উত্তর : বর্তমানে EPZ সমূহে ৩৫১ টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনরত আছে ।
✍️বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০ কী আকারে প্রকাশিত হয়েছে ?
উত্তর : গেজেট আকারে ।
✍️ চট্টগ্রাম ইপিজেড এ কতজন বাংলাদেশি নাগরিক কর্মরত আছে ?
উত্তর : ১,৫৫ , ১২১ জন ।
✍️ঢাকা EPZ এ কতজন বাংলাদেশি নাগরিক কর্মরত আছে ।
উত্তর : ৭৮,১৮৫ জন ।
✍️মংলা EPZ এ কত জন বাংলাদেশি নাগরিক কর্মরত আছে ।
উত্তর : ১৫২ জন।
✍️কুমিল্লা ইপিজেড এ কত জন বাংলাদেশি নাগরিক কর্মরত আছে ।
উত্তর : ৯০৪০ জন।
✍️উত্তরা ইপিজেড এ কত জন নাগরিক কর্মরত আছে ।
উত্তর : ৪০২৩ ।
✍️ঈশ্বরদী ইপিজেড এ কত জন শ্রমিক কর্মরত আছে ।
উত্তর : ৪৪০৪ জন।
✍️আদমজী EPZ কত জন বাংলাদেশি নাগরিক কর্মরত আছে ।
উত্তর : ১৪,১৬৩ জন।
✍️কর্ণফুলী EPZ এ কত জন বিদেশি নাগরিক কর্মরত আছে।
উত্তর : ১৬,৫০১ জন।
✍️চট্টগ্রাম ও ঢাকা EPZ এ বর্জ্য অপসারণের জন্য ৩ টি বর্জ্য শোধনাগার স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা হবে ?
উত্তর : চট্টগ্রাম ও ঢাকা EPZ এ বর্জ্য অপসারণের জন্য ৩ টি বর্জ্য শোধনাগার স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা হবে ।
✍️ই.পি. জেডসমূহ কত টি দেশে বিনিয়োগ করেছে ।
উত্তর : ৩৪টি ।
✍️চট্টগ্রাম EPZ থেকে কত মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করা হয়েছে ।
উত্তর : ৮৭২.২১ ।
✍️ CFL ?
উত্তর : সকল ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে Incandecent bulb ব্যবহার করা এবং বিদ্যুৎ সাশ্রয় বাল্ব ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে BSTI এর ল্যাবরেটরি নাম CFL বা Compact .
✍️আমাদের দেশের EPZ সমূহে বিনিয়োগকারী ১৫ টি দেশের নাম লিখ ।
উত্তর : আমাদের দেশের EPZ সমূহে বিনিয়োগ করছে এমন ১৫ টি দেশে হলো : জাপান , কোরিয়া , হংকং , থাইল্যান্ড , চীন , মালয়েশিয়া , যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য জার্মানি , ইতালি , ফ্রান্স , ভারত , শ্রীলংকা , কানাডা ও আয়ারল্যান্ড ।
✍️ডে কেয়ার সেন্টার কী ?
উত্তর : মহিলা শিশু শ্রমিকদের নিরাপত্তার জন্য চট্টগ্রাম ও ঢাকা EPZ এ ডে – কেয়ার সেন্টার খোলা হয়েছে ।
✍️শিল্পনীতি ২০১০ এর মূল উদ্দেশ্য কী ?
উত্তর : শিল্পনীতি ২০১০ এর মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা । নারীদেরকে শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা এবং দারিদ্র্য দূরীকরণ পুঁজিঘন শিল্পের পরিবর্তে শ্রম শিল্প স্থাপনে শিল্পের অধিকতর গুরুত্ব দেয়া ।
✍️আধুনিক শিল্পখাত গড়ে তোলার জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ?
উত্তর : ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ( ২০১১-২০১৫ ) এবং Outline Perspective Plan of Bangladesh ( 2010 2021 ) Making Vision 2021 A Reality- র আলোকে একটি সমৃদ্ধ ও আধুনিক শিল্পখাত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
✍️ব্যবসায় প্রতিষ্ঠানে সঠিক ওজন ও পরিমাপ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী ?
উত্তর : বি . এস . টি . আই
✍️বিসিক কী ? বিসিক কী দায়িত্ব পালন করে ?
উত্তর : বিসিক হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন । বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও উন্নয়নে দায়িত্ব পালন করছে ।
✍️শিল্পোদ্যোক্তাদেরকে অবকাঠামোগত সুবিধা প্রদানের লক্ষ্যে বর্তমানে সারাদেশে বিসিকের কতটি শিল্পনগরী আছে ?
উত্তর : ৭৪ টি আছে ।
✍️Quantum Index of Production বা উৎপাদনসূচক দ্বারা কী পরিমাপ করা হয় ?
উত্তর : Quantum Index of Production বা উৎপাদনসূচক ম্যানুফ্যাকচারিং শিল্পের পণ্য উৎপাদন পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক ।
✍️কোন দ্রব্যকে বিদেশ থেকে না আনার পরিবর্তে নিজ দেশে উৎপাদন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত শিল্পের নাম কী ?
উত্তর : আমদানি বিকল্প শিল্প ।
✍️আমাদের দেশে পুঁজিঘন শিল্পের পরিবর্তে কতটি শিল্প স্থাপনকে অধিক গুরুত্ব দিতে হবে ।
উত্তর : শ্রমঘন ।
✍️ আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হবে সরকারি বেসরকারি কী?
উত্তর : অংশীদারিত্ব ।
✍️ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন – ২০১০ কী ?
উত্তর- দেশীয় শিল্পের সুরক্ষার ব্যবস্থাগ্রহণসহ দেশীয় উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহিত করার বিষয়সহ রপ্তানি ও স্থানীয় বাজারমুখী শিল্প কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন- ২০১০ গেজেট আকারে প্রকাশিত হয়েছে ।
✍️ বিজেএমসির নিয়ন্ত্রণে চালু ৩ টি জুট মিলের নাম লিখ ।
উত্তর : i . খুলনার পিপলস জুট মিল লিঃ
ii . খালিশপুর জুট মিল লিঃ
iii . সিরাজগঞ্জ কওমী জুট মিল লিঃ ।
✍️বিজেএমসিকে পুনর্গঠিত করে একটি – রূপান্তর করা হচ্ছে ।
উত্তর : হোল্ডিং কোম্পানি ।
✍️ শিল্পখাতে ঋণ বিতরণ ও আদায় ক্রমাগতভাবে কিপাচ্ছে ?
উত্তর :বৃদ্ধি ।
৭১. বিসিআইসির উৎপাদিত পণ্যের শতাংশ বিভিন্ন রাসায়নিক সার যার মধ্যে কত শতাংশ ইউরিয়া ।
উত্তর : ৮৮ % ও ৭০ % ।
✍️ রূপকল্প ২০২১ কী ?
উত্তর : রূপকল্প ২০২১ অনুযায়ী ২০২১ সাল নাগাদ দেশে একটি শক্তিশালী শিল্পখাত গড়ে উঠবে যেখানে জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বিদ্যমান ২৮ % থেকে ৪০ % এবং মোট কর্মসংস্থানের অবদান ১৬ % থেকে ২৫ % এ উন্নীত হবে।
✍️ BITAC কী ?
উত্তর : BITAC হলো Bangladesh Institute of Technical Assistance centre যা দেশের শিল্পায়নে সহায়তা ।
✍️ BSIC ?
উত্তর : Bangladesh Standard Industrial Classification or BSIC .
✍️ বাংলাদেশে শিল্প ক্ষেত্রে রাষ্ট্রায়ত সংস্থাসমূহের ( অ – আর্থিক ) সংখ্যা কত ?
উত্তর : ৬ টি ।
✍️শিল্পক্ষেত্রে ৪ টি রাষ্ট্রায়ত সংস্থার নাম লিখ ।
উত্তর : i . বাংলাদেশ বজ্র শিল্প কর্পোরেশন
ii . বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ,
iii . বাংলাদেশ রসায়ন শিল্প
iv . বাংলাদেশ পাটকল কর্পোরেশন ।
[ad_2]