অথবা, সংবিধানের সার্বভৌমত্ব কী?
অথবা, সংবিধানের সার্বভৌমত্ব উল্লেখ কর ।
উত্তরঃ ভূমিকা : সংবিধান হলো বিশ্বের প্রতিটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের জন্য এক অপরিহার্য দলিল। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং সরকারের এক বিভাগের সাথে অন্য বিভাগের কি সম্পর্ক থাকবে তার সবকিছুই এখানে লিপিবন্ধ থাকে।
সংবিধানের সার্বভৌমত্ব : সংবিধানের সার্বভৌমত্ব বলতে সাংবিধানিক আইনের প্রতি সর্বাধিক গুরুত্বারোপকে বুঝায়।কেননা সংবিধানের মাধ্যমেই কোন দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। অন্যভাবে বলা যায়, সংবিধানের সার্বভৌমত্ব হচ্ছে সবকিছু সংবিধানের মধ্যে, সংবিধানের বাহিরে কিছু নয়। সংবিধানই হলো চরম ও চূড়ান্ত ক্ষমতা। আর এই অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হয় তখন রাষ্ট্রে সাংবিধানিক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়।
সাংবিধানিক প্রাধান্য বলতে যে বিষয়গুলো বুঝায় তা নিম্নরূপ :
১. সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন;
২. সংবিধান দেশের মৌলিক আইন;
৩. আইনের শাসন।
৪. মৌলিক অধিকার সংরক্ষণ;
৫. পবিত্র দলিল।
৬. সমাজের দর্পণ।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় দেশের শাসনকার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে চাইলে সর্বক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য দিতে হবে।