একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য তুলে ধর।অথবা, উত্তম সংবিধানের প্রকৃতি উল্লেখ কর।

অথবা, উত্তম সংবিধানের ধরন উল্লেখ কর ।

উত্তরঃ ভূমিকা : রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেহেতু সংবিধানকে আখ্যায়িত করি সেহেতু রাষ্ট্রীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য দরকার একটি উত্তম সংবিধান। একটি উত্তম সংবিধানের মধ্যে যাবতীয় বিষয় সন্নিবেশিত থাকে।

উত্তম সংবিধানের বৈশিষ্ট্য : নিম্নে উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো :

১. সুষ্পষ্টতা

২.স্থায়িত্ব

৩. সংক্ষিপ্ততা৪. উত্তম সংশোধন পদ্ধতি

৫. ভারসাম্য রক্ষা

৬. স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা

৭. সামাজিক ঐতিহ্যপূর্ণ৮. লিখিত৯. ব্যাপকতা

১০. মৌলিক অধিকার নিশ্চিতকরণ

১১. সময়োপযোগী

১২. জনমতে অগ্রাধিকার

১৩. আইনের শাসন

১৪. সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা।

উপর্যুক্ত বৈশিষ্ট্যসমূহ একটি উত্তম সংবিধানের জন্য অপরিহার্য হিসেবে ধরে নেয়া হয়।

উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, কোন দেশের সংবিধানের মধ্যে যখন আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব তখন সে সংবিধানকে উত্তম সংবিধান বলে আখ্যায়িত করব।।