২০১১ সালের নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহ কী কী?

অথবা ২০১১ সালে নারী উন্নয়ন নীতিমালার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
অথবা, ২০১১ সালের নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।
অথবা, ২০১১ সালের নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যেই জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করা হয় এ দেশের নারী সমাজ চিরদিনই অবহেলিত। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার পাশাপাশি জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর মাধ্যমে নারীদের স্বার্থরক্ষার সনদ হিসেবে সমাজে নারী কল্যাণ ও নারী উন্নয়নে গুরুত্বারোপ করা হচ্ছে। “জাতীয় নারী
উন্নয়ন নীতি ২০১১”-এর ১৬নং অনুচ্ছেদে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে ২২টি লক্ষ্য স্থির করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষগুলো তুলে ধরা হলো :
১৬.১ বাংলাদেশ সংবিধানের আলোকে রাষ্ট্রীয় ও জনজীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা।
১৬.২ রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
১৬.৩ নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও আইনগত ক্ষমতায়ন নিশ্চিত করা।
১৬.৫ – আর্থসামাজিক উন্নয়নের মূল ধারায় নারীর পূর্ণ ও সম অংশগ্রহণ নিশ্চিত করা।
১৬.৮ নারী পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা।
১৬.৯ সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে নারীর অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান করা।
১৬.১১ নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা।
১৬.১৬ প্রাকৃতিক দুর্যোগ ও সশস্ত্র সংঘর্ষ ক্ষতিগ্রস্ত নারীর পুনর্বাসনের ব্যবস্থা করা।
১৬.১৮ বিধবা, বয়স্ক, অভিভাবকহীন, স্বামী পরিত্যক্তা, অবিবাহিত ও সন্তানহীন নারীর নিরাপত্তার ব্যবস্থা করা।
১৬.২২ নারী উদ্যোক্তাদের বিকাশ নিশ্চিত করার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে নারী সমাজ সব সময়ই অবহেলিত। তাই এ দেশের নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করা। এ লক্ষ্যার্জনে নারীদেরকে শিক্ষাক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/