অথবা, ১৯৫৬ সালের সংবিধান প্রণয়নের পটভূমি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর রাষ্ট্রটির প্রথম সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠন করা হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন সমস্যার কারণে এ সংবিধান প্রণয়নে দীর্ঘ নয় বছর সময় লেগে যায়।
১৯৫৬ সালের সংবিধান রচনার পটভূমি : নিচে পাকিস্তানের প্রথম সংবিধান তথা ১৯৫৬ সালের সংবিধান প্রণয়নের প্রেক্ষাপট আলোচনা করা হলো :
১. বিভিন্ন এলিট গোষ্ঠীর চাপ : পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর হতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান প্রণয়নের জন্য বিভিন্ন এলিট গোষ্ঠী হতে শাসক শ্রেণির উপর চাপ আসছিল। বিশেষকরে পূর্ব বাংলার এলিট গোষ্ঠী এ ব্যাপারে আন্দোলন শুরু করে । ফলশ্রুতিতে ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হয়।
২. গণপরিষদ গঠন : ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুসারে ভারতের যেসব অংশ ১৯৪৭ সালে নব্য প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে যোগদান করে সেসব অংশের প্রতিনিধিদের সমন্বয়ে পাকিস্তানের গণপরিষদ গঠন করা হয়। এর সদস্য সংখ্যা ছিল ৬৯ জন। তন্মধ্যে পূর্ব বাংলার সদস্য ছিল ৪৪ জন এবং পশ্চিম পাকিস্তানের সদস্য ছিল ২৫ জন।
৩. সংবিধান রচনার বিলম্বের কারণ : মূলত শাসকগোষ্ঠীর অনীহার কারণে পাকিস্তানের প্রথম সংবিধান রচনায় বিলম্ব ঘটে । এছাড়া গণপরিষদের অধিবেশনে খুব কম সদস্য উপস্থিত থাকত আর এর বৈঠক ছিল অনিয়মিত।
৪. মূলনীতি কমিটি গঠন : ১৯৪৯ সালের মার্চ মাসের প্রথম দিকে সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদ একটি কমিটি গঠন করে। এ কমিটি মূলনীতি কমিটি নামে পরিচিত ছিল। ১৯৪৯ সালের সেপ্টেম্বর মাসে মূলনীতি কমিটি রিপোর্ট পেশ করে। এ কমিটির রিপোর্টে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ব্যাপারে সুপারিশ করা হয়।
৫. পূর্ব বাংলায় আন্দোলন : ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে মূলনীতি কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। এ রিপোর্ট প্রকাশের সাথে সাথে পূর্ব বাংলায় প্রতিবাদের ঝড় ওঠে।
৬. ১৯৫৪ সালের নির্বাচন : ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্টের বিজয়ের কারণে পূর্ব বাংলায় অভূতপূর্ব গণজাগরণের সৃষ্টি হয়। পরবর্তীতে যুক্তফ্রন্টের চাপে কেন্দ্রীয় সরকার ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নে বাধ্য হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকে সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু হলেও ১৯৫৬ সালে এটা কার্যকর হওয়ার মাধ্যমে সাফল্যের সাথে পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হয়।