হুসেন শাহ সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজের বর্ণনা সম্পর্কে লেখ ।

উত্তর : ভূমিকা : কৃষ্ণদাস কবিরাজ ১৫৩০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ১৫৫৫ খ্রিস্টাব্দে বৃন্দাবনে যান। ১৬১২ খ্রিস্টাব্দে
তিনি চৈতন চরিতামৃত গ্রন্থটি রচনা সম্পন্ন করেন। শ্রীচৈতন্য হুসেন শাহের উদারতা লাভ করেন। ফলে চৈতন্য সম্পর্কে শিখতে গিয়ে
কৃষ্ণদাস হুসেন শাহ সম্পর্কে বর্ণনা করেছেন। তার বর্ণনা হুসেন শাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
→ হুসেন শাহ সম্পর্কিত বর্ণনা : কৃষ্ণদাস কবিরাজ হুসেন শাহ সম্পর্কে যে বর্ণনা প্রদান করেছেন নিম্নে তা বর্ণিত হলো।
১. প্রাথমিক পরিচয় : হুসেন শাহের পূর্বনাম সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ বলেন- ‘তার পূর্ব নাম ছিল’ হোসেন খাঁ সৈয়দ। তার পিতা ছিলেন আশরাফ-অন-হোসেনী, কৃষ্ণদাস কবিরাজ বলেন- হুসেন শাহ রাঢ় অঞ্চলে পূর্বজীবনে সুবুদ্ধি রায়ের কার্য সম্পর্কে জানতে পারেন। তার স্ত্রী তাকে সুবুদ্ধি রায়কে শাস্তি দিতে বলে। হুসেন শাহ এতে রাজি হননি। ফলে তার স্ত্রী তাকে সুবুদ্ধি রায়ের জাতি নষ্ট করে দিতে বাধ্য করে।
২. কৃষ্ণদাস কবিরাজের গ্রহণযোগ্যতা : কৃষ্ণদাস কবিরাজ তার বর্ণনায় হুসেন শাহের পূর্ব ‘হোসেন খাঁ সৈয়দ’ স্পষ্টভাবে লিখেছেন। তার বর্ণনায় হুসেন শাহ সম্পর্কিত নতুন তথা বের হয়ে আসার ফলে অনেক ঐতিহাসিক সে সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। তার কৃষ্ণদাস দীর্ঘকাল সনাতন ও রূপের সঙ্গ লাভ
করেছিলেন। যারা দুজনেই ছিলেন হুসেন শাহের অমাত্য উদ্যোগ। সেখানে তার দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠার কথাও বলা হয়েছে।
৩. চাকুরি জীবন : গৌড়ের অধিকারী হবার আগে আলাউদ্দিন হুসেন শাহ সুবুদ্ধি রায়ের অধীনে দীঘি খননের কাজ নিয়েছিলেন।
কিন্তু তার কাজে অবহেলার জন্য তিনি তাকে চাবুক মারেন। অর্থাৎ হুসেন শাহ প্রথমদিকে খুবই সাধারণ একজন প্রজা ছিলেন ।
৪. সুবুদ্ধি রায়ের পরিণতি : হুসেন শাহ যখন রাজা হন, তখন তিনি সুবুদ্ধি রায়কে উচ্চপদ দান করেছিলেন। তবে তার স্ত্রীর কথামতো হুসেন শাহ সম্পর্কিত তার দেয়া তথ্যগুলো সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।
৫. সুবুদ্ধি রায় : কৃষ্ণদাসের বর্ণনায় দেয়া চরিত্র সুবুদ্ধি রায় শেষ জীবনে বৃন্দাবনে বাস করতেন। কৃষ্ণদাস নিজে সর্বদাই বৃন্দাবনে সময় কাটান। ফলে কৃষ্ণদাসের পক্ষে বৃন্দাবনে সুবুদ্ধি রায়ের সাক্ষাৎ পাওয়া ও তার কাছে এ কাহিনী শোনা কিছুমাত্র অসম্ভব ছিল না। তবে সুবুদ্ধি রায় ও কৃষ্ণদাসের দেখা হয়েছিল
কিনা সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় না। এছাড়া কৃষ্ণদাস কবিরাজ নিজেও তার তথা ও উৎস সম্পর্কে কিছু করেননি।
উপসংহার : পরিশেষে বলা যায়, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ শাসক হুসেন শাহ সম্পর্কে জানার জন্য তেমন কোন উৎস পাওয়া যায় না। এক্ষেত্রে কৃষ্ণদাস কবিরাজের দেয়া হুসেন শাহ সম্পর্কিত বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দেয়া তথ্যের কারণে হুসেন শাহ সম্পর্কে অনেক নতুন তথ্য উন্মোচিত হয়েছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa/