হুযুর কেবলা আবুল মনসুর আহমদ

বাংলা জাতীয় ভাষা
বাংলা জাতীয় ভাষা

ক-বিভাগ / অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. আবুল মনসুর আহমদের জন্ম-মৃত্যু কত?
জন্ম : ১৮৯৮ সাল, মৃত্যু : ১৯৭৮ সাল ।
২. তিনি কীভাবে সাহিত্য-চর্চায় পদার্পণ করেন?
উত্তর : সাংবাদিকতা পেশার মাধ্যমে।
৩. আবুল মনসুর আহমদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ময়মনসিংহ জেলার ধানীখোলা গ্রামে।
৪. তিনি কর্মজীবনের শুরুতে কোন পেশায় যোগদান করেছিলেন?
উত্তর : আইন পেশায়।
৫. তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর : দৈনিক ইত্তেফাক’।
৬. তাঁর বিখ্যাত ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ কী?
উত্তর : ‘আায়না ও পুড কনফারেন্স’।
৭. তাঁর আত্মকথা একটি রচনার নাম লেখ।
উত্তর : ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ ।
৮. তাঁর অন্যান্য কয়েকটি রচনার নাম লেখ।
উত্তর :’গালিভারের সফরনামা,আসমানী পর্দা ও পাক বাংলার কালচার’।
৯. ‘হুযুর কেবলা’ রচনাটি কোন গাম্হের অন্তর্গত?
উত্ততর : “আয়না”।
১০. ‘আয়না’ গ্রন্থটি কত সালে প্রকাশিত এবং গ্রন্থে কতটি গল্প আছে?
উত্তর : ১৯৩৫ সালে এবং গল্পের সংখ্যা ৭।
১১. ‘আয়না’ গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন?
উত্তর : আবুল কালাম শামসুদ্দীনকে।
১২. আয়না’ শব্দের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অর্থ কী?
উত্তর : বাহ্যিক : মুখ দেখার দর্পণ এবং অভ্যন্তরীণ : সমাজের প্রতিচ্ছবি।
১৩. ‘আয়না’ গ্রন্থটি কোন জাতীয় বিষয় নিয়ে রচিত?
উত্তর : রাজনীতি, ধর্মনীতি এবং সাম্প্রদায়িকতা।
‘আয়না’ গ্রন্থটির অধিকাংশ গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ‘সওগাত’ ।
১৫. ‘হুজুর কেবলা’ গল্পের প্রধান চরিত্র কারা?
উত্তর : এমদাদ, কেবলা হুজুর, সুফি সাহেব সাদুল্লা ।
১৬. এমদাদের কাপড়গুলো কোন দেশীয় ছিল?
উত্তর : বিলাতি।
১৭. এমদাদ কী ভেঙে ফেলেছিল?
উত্তর : চশমা এবং রিস্টওয়াচ।
১৮. এমদাদ পাথর-বসানো সোনার আংটি কাকে দিয়েছিলো?
উত্তর : এক অন্ধ ভিক্ষুককে।
১৯. এমদাদ কী দিয়ে দাঁত পরিষ্কার করা আরম্ভ করে?
উত্তর : কয়লা দিয়ে।
২০. এমদাদ মনে মনে কী বুঝল?
উত্তর : কলিযুগেও ধর্ম আছে।
২১. এমদাদ এক সময় কী মানতো না?
উত্তর : ধর্ম, খোদা, রসুল।
২২. এমদাদ কাদের ভাব চুরি করে ম্যাগাজিনে লেখা দিত?
উত্তর : মিল, হিউম, স্পেন্সার, কোমত ।
২৩. এমদাদ কী দিয়ে তসবিহ তৈরি করে?
উত্তর : বাঁশের কঞ্চি দিয়ে।
২৪. কত দিনে কাবুলে আমির ভারত দখল করবে বলে সুফী ঘোষণা দিয়েছিল?
উত্তর : চার বছরের মধ্যে।
২৫. হুযুর কেবলার বাড়ি কয়তলা?
উত্তর : এক তলা।
২৬. হুযুর কেবলার বৈঠকখানা কেমন?
উত্তর : আটচালা খড়ের তৈরি।
২৭. সুফী সাহেবের নাম কী?
উত্তর : সাদুল্লাহ।
২৮. হুযুর কেবলার রুহ কত বছর ঘুরে আসে?
উত্তর : সাত হাজার বছর।
২৯. সাগরেদদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য হুযুর কেবলা কতজনকে সাথে নেয়?
উত্তর : তেরজন সাগরেদ।
৩০. হুযুর কেবলার সাথে তার মুরিদগণ কী বহন করে নিয়ে গিয়েছিলো?
উত্তর : একমণ ঘি, আড়াই মণ চাল, দশ মণ সরু চাল, সাত সের অম্বুরি তামাক।
৩১. পীর সাহেব ভ্রমণ বৃত্তান্ত ইংরেজিতে লেখার জন্য এবং কলকাতার সংবাদপত্রে দেওয়ার জন্য কাকে সাথে নিয়ে যায়?
উত্তর : এমদাদকে।
৩২. হুযুর কেবলা কোন সময় পুরুষদের মজলিসে বয়ান করতো?
উত্তর : সন্ধ্যার সময়।
৩৩. হুযুর কেবলা কোন সময় নারীদের আসরে বয়ান করতো?
উত্তর : রাতে এশার নামাযের পরে।
৩৪. এমদাদ কলেজে কোন বিষয়ে অনার্স পড়তো?
উত্তর : এমদাদ কলেজে দর্শন বিষয়ে অনার্স পড়তো।
৩৫. এমদাদের মধ্যে পরিবর্তন আসে কোন ঘটনায়?
উত্তর : খেলাফত আন্দোলনে যোগ দিয়ে।
৩৬. এমদাদ রাজনীতিতে কোন পদ প্রাপ্ত হয়?
উত্তর : স্থানীয় কংগ্রেস এবং খেলাফত কমিটির সেক্রেটারি।
৩৭. সুফি সাহেবের মতে রুহানিয়াত হাসেলের প্রধান উপায় কী?
উত্তর : কারো মুরিদ হওয়া অর্থাৎ পীর ধরা।
৩৮. এমদাদের একমাত্র অভিভাবক কে ছিলেন?
উত্তর : বৃদ্ধা ফুফু।
৩৯. মেয়ে মজলিসে ওয়াজ করার সময় পীর সাহেব কোন দিকে ঘন ঘন তাকাতেন?
উত্তর : রজবের সুন্দরী স্ত্রী কলিমনের দিকে।
৪০ পীর সাহেবের আদেশে কে মোরাকেবায় বসে?
উত্তর : সুফি সাদুল্লাহ।
৪১. হুযুর কেবলার প্রধান খলিফা কে?
উত্তর : সুফী বদরুদ্দীন।
৪২. পীর সাহেব তার মুরিদদের সামনে কাকে হাজির করে?
উত্তর : হযরত মুহম্মদ (স) এর রুহকে।
৪৩. পীর সাহেব কত বছর বয়সে নবমবার বিয়ে করে?
উত্তর : ষাট বছর বয়সে।
৪৪. পীরের ভণ্ডামি কার চোখে ধরা পড়ে?
উত্তর : এমদাদের।
৪৫. এমদাদকে পীর কী শাস্তি প্রদান করে?
উত্তর : পাগল বলে কান ধরে গ্রামের বাইর করে দেয়।
৪৬. গল্পে রজবের কী পরিণতি দেখানে হয়েছে?
উত্তর : দশের চাপে নিজের অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী কলিমনকে তালাক দিয়ে চোখ মুছতে মুছতে গ্রাম থেকে বের হয়ে যান।
৪৭. রিস্টওয়াচ কী?
উত্তর : হাতঘড়ি।
৪৮. অসহযোগ আন্দোলন কী?
উত্তর : কংগ্রেস নেতা মহাত্মগান্ধীর নেতৃত্বে ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলন।
৪৯. কলিযুগ কী?
উত্তর : সমস্যা ও সংকট জর্জরিত বর্তমান সময়।
৫০. ‘রুহু’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘রুহু’ শব্দের অর্থ আত্মা।
৫১. আগ্রহাতিশয্যে বলতে কী বুঝায়?
উত্তর : অদম্য আগ্রহ সহকারে।
৫২. আলবোলা কী?
উত্তর : হুক্কা; গড়গড়া।
৫৩. ‘গমগিন’ বলতে কী বোঝায়?
উত্তর : ব্যাকুল; অপ্রস্তুত; হতাশ।